Delhi Blast: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু মিছিল, জরুরি বৈঠকে অমিত শাহ
Delhi Blast Amit Shah Meet: দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ, জরুরি বৈঠকে অমিত শাহ। স্বরাষ্ট্রসচিব, IB-র ডিরেক্টর, NIA-এর ডিজির সঙ্গে বৈঠক। দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দিল্লির পুলিশ কমিশনার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
দিল্লি পুলিশের ভূমিকার দিকে আঙুল তুলে অমিত শাহর পদত্য়াগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস
সোমবার ভরসন্ধেয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের কয়েকঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে যান অমিত শাহ। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের ভূমিকার দিকে আঙুল তুলে অমিত শাহর পদত্য়াগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
এই ঘটনারও কি পুলওয়ামা কানেকশন আছে?
টার্গেট দিল্লি! মুম্বইয়ের বুকে ঘটেছিল ২৬/১১ এবার দিল্লিতে ১০/১১! আর এই ঘটনারও কি পুলওয়ামা কানেকশন আছে? সূত্রের খবর, যাঁর নামে গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে, তাঁর দাবি তিনি গাড়িটি তারিক নামে কাশ্মীরের পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করেছিলেন। গাড়িটি একাধিকবার কেনা-বেচা হয়েছিল বলেও সূত্রের খবর।
সামনে আসে পুলওয়ামার তারিকের নাম
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ট্রাফিক সিগন্য়ালে i 20 হুন্ডাই গাড়িতে একটি বিস্ফোরণ হয়। গুরুগ্রাম পুলিশ সূত্রে খবর, হুন্ডাই i 20-র মালিক সন্দেহে প্রথমে সলমন নামে একজনকে আটক করা হয়। RC দেখে তাঁকে আটক করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, দেড় বছর আগেই তিনি গাড়ি বিক্রি করে দিয়েছেন। এরপর সামনে আসে পুলওয়ামার তারিকের নাম।
রাজধানীর বুকে এই ভয়াবহ বিস্ফোরণের নেপথ্য়ে কি নাশকতা?
সূত্রের দাবি, গাড়ির চাবিতে ফরিদাবাদের একটি কোম্পানির নাম লেখা আছে। যারা পুরনো গাড়ি কেনা-বেচা করে। যদিও এ নিয়ে এখনও সরকারিভাবে পুলিশ কিছু জানায়নি। সোমবার সন্ধেয় গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লার মতো হাই প্রোফাইল এলাকা। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক মানুষের শরীর!রাজধানীর বুকে এই ভয়াবহ বিস্ফোরণের নেপথ্য়ে কি নাশকতা?
আমরা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমরা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছি। সমস্ত সম্ভাবনাকে নজরে রেখে এর গভীরে গিয়ে তদন্ত করা হবে। রাতেই বিস্ফোরণস্থলে পৌঁছয় NSG কমান্ডোরা। তন্নতন্ন করে ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা।পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।






















