এক্সপ্লোর
Advertisement
ঘন কুয়াশার চাদরে মুড়লো দিল্লি, বাতিল ট্রেন সহ একাধিক রুটের বিমান
আবহাওয়া দফতর জানিয়েছে, দৃশ্যমানতা শূন্য। দিল্লির পাশাপাশি কুয়াশা ঢেকেছে লক্ষ্ণৌ, অমৃতসরে। আগামীকালও কুয়াশাচ্ছন্ন থাকবে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস।
নয়াদিল্লি: রাজধানী দিল্লি ঢেকে গিয়েছে কুয়াশার মোটা চাদরে। কুয়াশাচ্ছন্ন দিল্লির আশপাশের অঞ্চলও। ঘন কুয়াশার জেরে রাজধানীতে বাতিল একাধিক ট্রেন। কুয়াশার প্রভাব পড়েছে বিমান পরিষেবার উপরও। একধিক রুটের বিমান উড়ছে দেরিতে। বাতিল হয়েছে কোনও কোনও রুটের বিমান।
আবহাওয়া দফতর জানিয়েছে, দৃশ্যমানতা শূন্য। দিল্লির পাশাপাশি কুয়াশা ঢেকেছে লক্ষ্ণৌ, অমৃতসরে। আগামীকালও কুয়াশাচ্ছন্ন থাকবে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সফদরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ১.২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
দিল্লি বিমানবন্দরের তরফে বিমান পরিষেবা অ্যাডভাইজরি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রত্যেক বিমান যাত্রীকে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা জানিয়েছে শুধুমাত্র CAT IIIA and CATIII B বিমান পরিষেবা চালু থাকবে। বিমান পরিষেবা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। জানা গিয়েছে ৪ রুটের বিমান উড়বে দেরিতে। বাতিল হয়েছে ১টি বিমান।
মৌসম ভবন জানিয়েছে দিল্লির বায়ুমানের সূচক নিম্নমুখী। গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডা, ফরিদাবাদের অবস্থা গুরুতর বলে ব্যাখ্যা করেছে হাওয়া অফিস। খারাপ অবস্থা গুরুগ্রামেও। মৌসম ভবন জানিয়েছে খুব ঘন কুয়াশা হলে শূন্য থেকে ৫০ মিটার পর্যন্ত দেখতে পাওয়া যায়। ঘন কুয়াশাচ্ছন্ন হলে ৫১ থেকে ২০০ মিটার পর্যন্ত দেখেতে পাওয়া যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement