এক্সপ্লোর
Advertisement
বিকানেরে দিল্লির তরুণীকে ২৩ জন মিলে ধর্ষণ, গ্রেফতার ৬
জয়পুর: নয়াদিল্লির ২৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ছয়জনকে গ্রেফতার করেছে বিকানের পুলিশ। এর দুদিন আগে ওই তরুণী রাজস্থানের বিকানেরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন যে, তাঁকে ২৩ জন মিলে ধর্ষণ করেছে। ওই ২৩ জনের মধ্যে দুজনের নাম তিনি জানেন।
গত মঙ্গলবার বিকানেরের পুলিশ সুপার সওয়াই সিংহ গোদারার সঙ্গে দেখা করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, বিকানেরের একটি সংলগ্ন এলাকার রাস্তা থেকে দিনের বেলায় তাঁকে অপহরণ করা হয়েছিল।
পুলিশ সুপারের সঙ্গে ওই তরুণী দেখা করার পরই জয় নারায়ণ ব্যাস কলোনি থানায় এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। যদিও ম্যাজিস্ট্রেটের কাছে ওই তরুণী যে জবানবন্দী দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন যে, তাঁকে ৮ জন ধর্ষণ করেছিল।
পুলিশ সুপার গোদারা জানিয়েছেন, এই অপরাধের ঘটনায় অভিযুক্তরা স্থানীয়। তাই বিষয়টি গোপন রেখে পুলিশ হানা দেয় এবং ছয়জনকে গ্রেফতার করে। পুলিশ সুভাষ, রাজু রাম, ভানওয়াল লাল, মনোজ কুমার, জুগল ও মদন নামে ছয়জনকে গ্রেফতার করেছে। ধৃতদের প্রত্যেকের বয়স ২০-র ওপরে।
ওই তরুণী গত ২৫ সেপ্টেম্বর বিকানেরের রিদমালসার পুরোহিটানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন তিনি। এই সময় দুই ব্যক্তি তাঁকে এসইউভি-তে লিফ্ট দেওয়ার প্রস্তাব দেয়। ওই তরুণী অস্বীকার করলে তাঁকে গাড়িতে জোর করে তুলে নেওয়া হয়। এরপর গাড়ির মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়। ওই দুই দুষ্কৃতী তাদের শাগরেদদের ডাকে। তারাও ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর পালানা গ্রামে একটি জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁর ওপর আরও কয়েকজন অত্যাচার চালায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement