এক্সপ্লোর
বীরভূমে গাড়ি থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক, গ্রেফতার ১
রানিগঞ্জ থেকে আসা একটি গাড়ি থেকে উদ্ধার হয় দেড় হাজার পিস ডিটোনেটর।

বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় মহম্মদবাজার থানার পুলিশ। রানিগঞ্জ থেকে আসা একটি গাড়ি থেকে উদ্ধার হয় দেড় হাজার পিস ডিটোনেটর। গ্রেফতার করা হয় চালককে। বাজেয়াপ্ত গাড়ি। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে পাথর খাদানের কাজে ব্যবহারের জন্যই রানিগঞ্জ থেকে বিস্ফোরক আনা হচ্ছিল। এর সঙ্গে বেআইনি খাদান মালিকদের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















