Dibrugarh Express Derailed: লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, হেল্পলাইন নম্বর চালু করল রেল
Dibrugarh Express Accident: বৃহস্পতিবার দুপুর ২.৩৭: নাগাদ, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনা আহত হয়েছে বহু। কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।
কলকাতা: জুন মাসের পর জুলাই, এক মাসের ব্যবধানে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Dibrugarh Express Derailed)। চণ্ডীগড় যাওয়ার পথে উত্তরপ্রদেশের গোন্ডাতে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি। আহত বহু, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। হেল্পলাইন নম্বর চালু করল রেল।
- লখনউয়ের হেল্পলাইন নম্বর: 8957409292
- গোন্ডার হেল্পলাইন নম্বর: 8957400965
- কমার্শিয়াল কন্ট্রোল: 9957555984
- ফারকাটিং: 9957555966
- মারিয়ানি: 6001882410
- সিমলাগুড়ি: 8789543798
- তিনসুকিয়া: 9957555959
- ডিব্রুগড়: 9957555960
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনা ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। উত্তরপ্রদেশের গোন্ডা এবং ঝিলহি স্টেশনের মাঝে পিকৌরার কাছে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে রেললাইনের পাশে নিজেদের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৪০ জনের একটি মেডিক্যাল টিম। ১৫টি অ্যাম্বুলেন্সও পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে।
রেলের যাত্রাপথ পরিবর্তন: উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ জানিয়েছেন, "ঝিলহি স্টেশনের কাছে এসি কামরা সহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে। যার প্রভাব পড়েছে অন্য রেলের যাত্রা পথেও। যার জন্য যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।'' রেল সূত্রে খবর, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস এবং গুয়াহাটি-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে।
এছাড়াও রুট পরিবর্তন করা হয়েছে
- 12553 - সহরসা নিউ দিল্লি বৈশালী এক্সপ্রেস
- 12557 - সপ্ত ক্রান্তি এক্সপ্রেস
- 13019 - হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস
- 15273 - রাক্সৌল আনন্দ বিহার সত্যাগ্রহ এক্সপ্রেস
- 12565 - দারভাঙ্গা নিউ দিল্লি বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস
- 12555 - গোরখপুর ভাতিন্ডা গোরখধাম এক্সপ্রেস
- 15707 - কাটিহার অমৃতসর আম্রপালি এক্সপ্রেস
- 14673 - জয়নগর অমৃতসর শহিদ এক্সপ্রেস
- 15273 - রাক্সৌল আনন্দ বিহার টার্মিনাল সত্যাগ্রহ এক্সপ্রেস
- 15653 - গুয়াহাটি জম্মু তাওয়াি অমরনাথ এক্সপ্রেস
বাতিল ট্রেনের তালিকা:
- 5094 - গোন্ডা গোরক্ষপুর প্যাসেঞ্জার ট্রেন
- 5031 - গোন্ডা গোরক্ষপুর প্যাসেঞ্জার ট্রেন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।