এক্সপ্লোর
সেরা অভিনেতা হতে না পেরে কি পুরস্কার মঞ্চ ছেড়ে বেরিয়ে যান শাহিদ কপূর? খবর তাই বলছে
শাহিদের গরম মেজাজ নিয়ে বলিউডে নানা কথা শোনা যায়। এবার শোনা যাচ্ছে, অনুষ্ঠানের মধ্যেই রেগেমেগে বেরিয়ে যান তিনি।
মুম্বই: প্রচণ্ড রাগে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চ ছেড়ে নাকি বেরিয়ে যান শাহিদ কপূর। তাঁর ধারণা ছিল, সেরা অভিনেতার পুরস্কার পাবেন কিন্তু সেই পুরস্কার যায় রণবীর সিংহের হাতে। এরপরই তিনি আর মেজাজ সামলাতে পারেননি।
শাহিদের গরম মেজাজ নিয়ে বলিউডে নানা কথা শোনা যায়। এবার শোনা যাচ্ছে, অনুষ্ঠানের মধ্যেই রেগেমেগে বেরিয়ে যান তিনি। তাঁকে নাকি বলা হয়েছিল, সেরা অভিনেতার পুরস্কার তিনিই পাবেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, রণবীর বাজি মেরে বেরিয়ে গেলেন। অথচ অনুষ্ঠানটির সঞ্চালনা শাহিদই করছিলেন কার্তিক আরিয়ানের সঙ্গে। শেষের দিকে কয়েকটি নাচেও তাঁর পারফর্ম করার কথা ছিল। এ জন্য রিহার্সালও দিয়েছিলেন। কিন্তু রণবীর গালি বয়-এর জন্য প্রাইজ পেতেই শাহিদের মেজাজ সপ্তমে চড়ে যায়।
এমনিত নাকি শাহিদ-রণবীরের বিশেষ বনে না। পদ্মাবত থেকেই দুজনের মধ্যে ঝামেলা শুরু। শাহিদের দাবি ছিল, যেমনটা তাঁকে আগে বলা হয়েছিল, ততটা গুরুত্ব ছবিতে পাননি তিনি। এবার তিনি ভেবেছিলেন, কবীর সিংহ-র জন্য সেরা অভিনেতা নির্বাচিত হবেন, তাও এবার পেয়েছেন রণবীর। হেরে যাচ্ছেন বুঝতে পেরেই সঞ্চালনা, নাচ টাচ শিকেয় তুলে বেরিয়ে যান তিনি।
শাহিদ বেরিয়ে যাওয়ায় নাচের জন্য অনুষ্ঠান পরিচালকরা গিয়ে ধরেন বরুণ ধবনকে। শেষ মুহূর্তে পারফর্ম করতে হবে জেনেও তিনি রাজি হয়ে যান। যদিও পরিচালকদের দাবি, শাহিদ অসুস্থ, বেড রেস্ট নেওয়ার কথা ছিল। কিন্তু পেশাদারি কারণে এখানে পারফর্ম করতে রাজি হন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়ায় মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে তিনি বাধ্য হন। অনুষ্ঠানটি এখনও টিভিতে দেখানো হয়নি, নির্মাতা এখন শাহিদের জায়গায় সঞ্চালক হিসেবে নতুন মুখ খুঁজতে ব্যস্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement