এক্সপ্লোর
বিজয়ার শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিলিয়ে ফুটবলে কিক, মন্দিরে গিয়ে আশীর্বাদ, লক্ষ্মীপুজোর পরদিনই জনসংযোগে দিলীপ
জনসংযোগ বাড়াতে লক্ষ্মীপুজোর পরদিনই কাকভোরে ময়দানে নেমে পড়লেন দিলীপ ঘোষ। সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়, চায়ের আড্ডায় দিলীপ ঘোষ। মিষ্টি বিলি করে খেললেন ফুটবলও। বেলেঘাটা, সুভাষ সরোবর এবং আগরপাড়াতেও দিলীপের জনসংযোগ।

উত্তর ২৪ পরগনা: সাতসকালেই জনসংযোগে বিজেপির রাজ্য সভাপতি। জনসংযোগ বাড়াতে লক্ষ্মীপুজোর পরদিনই কাকভোরে ময়দানে নেমে পড়লেন দিলীপ ঘোষ। সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়, চায়ের আড্ডায় দিলীপ ঘোষ। মিষ্টি বিলি করে খেললেন ফুটবলও। বেলেঘাটা, সুভাষ সরোবর এবং আগরপাড়াতেও দিলীপের জনসংযোগ। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সল্টলেকের সেন্ট্রাল পার্কে সটান হাজির হন তিনি। সেখানে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে চায়ের আড্ডায় যোগ দেন দিলীপবাবু। এরপর মিষ্টি বিলি করে কিক মারেন ফুটবলে। সল্টলেকে কিছুক্ষণ কাটিয়ে তাঁর পরের গন্তব্য ছিল বেলেঘাটা। কাদাপাড়া এলাকায় সুভাষ সরোবরের সামনে চায়ের আসরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। বার্তা দেন স্বচ্ছতার। এরপর সুভাষ সরোবরে গিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন বিজেপির রাজ্য সভাপতি। এখানেও প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সুভাষ সরোবরে সময় কাটিয়ে এরপর চলে যান উত্তর ২৪ পরগনার আগরপাড়ায়। উষুমপুরেও চায়ের আসরে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় মশগুল হন তিনি। এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















