Diwali 2021: ওয়াঘা সীমান্তে দীপাবলি পালন, মিষ্টি বিনিময় ভারত-পাক সেনার
India-Pakistan Army Celebrating Diwali: উৎসবে মাতলেন ভারত ও পাকিস্তানের সেনারা। দীপাবলির দিনে একে ওপরকে মিষ্টিও দিলেন।
নয়া দিল্লি: আলোর উৎসবে দূরত্ব ঘুচল ভারত-পাক ওয়াঘা সীমান্তে (Wagah Border)। উৎসবে মাতলেন ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) সেনারা। দীপাবলির (Diwali) দিনে একে ওপরকে মিষ্টিও দিলেন। চিরাচরিত রীতি মেনে একে অপরকে মিষ্টিও খাওয়ালেন দুই দেশের জওয়ানরা।
ঈদ-হোলি-দিওয়ালির মতো উৎসবে সীমান্তে এই মৈত্রী চিত্র দেখা যায় প্রতিবছরই। বিবাদ দূরে রেখেই সৌহার্দ্যের বার্তা দেওয়া হয়। বৃহস্পতিবার দীপাবলি (Diwali) উপলক্ষ্যে নিয়ন্ত্রণ রেখায় তিথওয়াল ক্রসিং- ব্রিজে মিষ্টি বিনিময় করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF) ও পাকিস্তান (Pakistan) রেঞ্জার্স।
আরও পড়ুন, বাড়ির কালীপুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী, আরতি থেকে ভোগ রান্না, একা হাতে সামলাচ্ছেন মমতা
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওটারি-ওয়াঘা ও গুজরাটের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত, ও রাজস্থানের বারমের সেক্টরেও দুই দেশের সেনা বাহিনী একে অপরের হাতে মিষ্টি তুলে দিয়েছেন। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ও করেন সেনারা। অন্যদিকে, সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানরাও এদিন দেশের নাগরিকদের দীপাবলির শুভাচ্ছা জানিয়েছেন। দীপাবলির শুভক্ষণে তাঁরা দেশবাসীকে আশ্বস্ত করেছেন তাঁরা দেশের নিরাপত্তায় সদা সর্বদা সতর্ক রয়েছেন।
আরও পড়ুন, 'আপনাদের জন্য দেশ নিশ্চিন্তে ঘুমোতে পারে', দিওয়ালিতে সেনাদের মিষ্টি খাওয়ালেন মোদি
উৎসব উপলক্ষে গতকাল রাতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গেও বিএসএফ সৈন্যরা মিষ্টি বিনিময় করেছেন।
এদিকে, প্রতিবারের মতো এবারও ভারতীয় সেনাদের (Indian Army) সঙ্গে দিওয়ালি উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন জম্মু ও কাশ্মীরের রাজৌরির নৌসেরায় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন তিনি। সেখান থেকে দেশবাসীর উদ্দেশেও বিশেষ বার্তাও দেন মোদী। নিজের হাতে সেনাদের মিষ্টিমুখও করান প্রধানমন্ত্রী।