ডিকে শিবকুমার গ্রেফতার, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি নেতা, বিক্ষোভ-প্রতিবাদ কংগ্রেসের, বাসে আগুন
কনকপুরা বিধায়কের গ্রেফতারির ঠিক পরই প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যে। বিশেষ করে বেঙ্গালুরু গ্রামীণ ও রামনগর জেলা-- যেগুলি শিবকুমারের গড় বলে পরিচিত-- সেখানে প্রতিবাদ হিংসাত্মক চেহারা নেয়।
বেঙ্গালুরু: আর্থিক তছরুপ মামলায় ইডির হাতে দলীয় বিধায়ক ডিকে শিবকুমারের গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেসের ডাকা কর্ণাটক বন্ধে হিংসার ছবি উঠে এল। একাধিক বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। থমথমে পরিস্থিতি। কনকপুরা বিধায়কের গ্রেফতারির ঠিক পরই প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যে। বিশেষ করে বেঙ্গালুরু গ্রামীণ ও রামনগর জেলা-- যেগুলি শিবকুমারের গড় বলে পরিচিত-- সেখানে প্রতিবাদ হিংসাত্মক চেহারা নেয়। বেঙ্গালুরু-মহীশূর সড়ক অরবোধ করেন কং সমর্থকরা। রাজ্য পরিবহণের চারটি বাসে আগুন ধরিয়ে দেওা হয়। ওই এলাকার সবকটি স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠাগুলি বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার রাতে সাতানুর জেলায় ১০টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরই, রামনগর জেলায় বাস পরিষেবা বন্ধ রাখতে রাজ্য পরিবহণ নিগমকে নির্দেশ দেয় পুলিশ। অনভিপ্রেত ঘটনা এড়াতে বাসগুলির রুট পরিবর্তন করা হয়েছে। স্থানীয় মানুষজন ও যাত্রীদেরও পথ অবরোধ সম্পর্কে অবগত করা হয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বাসভবন ও কংগ্রেস-দুর্গে বিজেপি দফতরগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে, শিবকুমারকে এদিনই আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, তাঁর হেফাজত চাইবে ইডি। গতকাল রাতে শিবকুমারকে গ্রেফতার করার পরই নিজের টুইটার হ্যান্ডেলে কংগ্রেস নেতা দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ফাঁসিয়ে কায়েমি স্বার্থ চরিতার্থ করতে গ্রেফতার করা হয়েছে। তিনি লেখেন, আমি কোনও অবৈধ কাজ করিনি। দেশের বিচারব্যবস্থা ও ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস, আমি বিজয়ী হব। এদিকে, সূত্রের খবর, গ্রেফতারির পর অসুস্থ হয়ে পড়েন শিবকুমার। বুকে ব্যথা অনুভব করায় গতকাল রাতে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর রক্তচাপ বৃদ্ধি পেয়েছে। ইডির দফতরের সামনে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন শিবকুমারের সমর্থকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। শিবকুমারকে যখন নিয়ে যাচ্ছিলেন ইডি আধিকারিকরা, সমর্থকরা তাঁদের বাধা দেওয়ারও চেষ্টা করেন। শিবকুমারের গ্রেফতারির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস।