Donald Trump Family: ভারত থেকে ‘বহুমূল্য’ উপহার ট্রাম্পকে! টাকার অঙ্ক ‘গোপন’ রাখল পরিবার!
Donald Trump: রিপোর্টে এও বলা হয়েছে, মোট ১১৭টি উপহারের মধ্যে ১৭টি ভারত থেকে পাঠানো হয়েছিল। যার দাম প্রায় ৫০ হাজার ডলার।
নয়া দিল্লি: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (USA President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং তার পরিবার হোয়াইট হাউসে (White House) থাকাকালীন সময়ে বিদেশী দেশগুলি থেকে প্রায় ২ লক্ষ ৫০ হাজার ডলারেরও বেশি মূল্যের উপহার পেয়েছিলেন। অথচ সেই তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, শুক্রবার ডেমোক্র্যাটস অন দ্য হাউস ওভারসাইট কমিটির একটি প্রতিবেদনে এমনটাই বলেছে।
রিপোর্টে এও বলা হয়েছে, মোট ১১৭টি উপহারের মধ্যে ১৭টি ভারত থেকে পাঠানো হয়েছিল। যার দাম প্রায় ৫০ হাজার ডলার। প্রধানমন্ত্রী মোদির দেওয়া এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়াও কয়েক লক্ষ টাকার উপহার রয়েছে। এছাড়াও সৌদি আরব থেকে, ট্রাম্প পরিবার প্রায় ৪৫ হাজার ডলারের ১৬টি উপহার পেয়েছেন। এর মধ্যে ২৪ হাজার ডলারের একটি ছুরিও রয়েছে।
ফেডারেল কর্মকর্তারা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার বিদেশ থেকে প্রাপ্ত দুটি উপহার খুঁজে পাচ্ছেন না, যার মধ্যে এল সালভাদরের রাষ্ট্রপতির কাছ থেকে ট্রাম্পের একটি লাইফ সাইজ পেইন্টিং এবং জাপানের প্রধানমন্ত্রীর গল্ফ ক্লাব রয়েছে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং তাদের পরিবারকে যে কয়েকশো ডলারের বেশি উপহার দেন তা বিদেশী উপহারের আইনের অধীনে স্টেট ডিপার্টমেন্টে রিপোর্ট করা হয়ে থাকে। সেখানে দেখা গিয়েছে, ট্রাম্প এবং তার পরিবারের তরফে যে উপহারের সংখ্যা প্রকাশ করা হয়েছে তা অনেক কম। অথচ বেসরকারি হিসেব বলছে তাঁরা অনেক বেশি উপহার পেয়েছেন, এমনটাই দাবি।
আরও পড়ুন, সমুদ্রে ঘাপটি মেরে বীভৎস এক প্রাণী! জলে পা দিতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা
রিপোর্টে এও বলা হয়, প্রধানমন্ত্রী মোদি ২০১৯ এবং ২০২১ সালে ট্রাম্প এবং তার মেয়ে ইভাঙ্কাকে যথাক্রমে ১ হাজার ৪০০ ডলার মূল্যের মাদার-অফ-পার্ল এবং পাথরের ইনলে কাজের সঙ্গে একটি কালো মার্বেল টেবিল এবং ২ হাজার ৪৫০ ডলার মূল্যের একটি সোনার ব্রেসলেট উপহার দিয়েছিলেন।