এক্সপ্লোর
Advertisement
গাঁধীর স্বপ্নের সুন্দর ও সার্বভৌম ভারতের পাশে আছে আমেরিকা, রাজঘাটের ভিজিটর্স বুকে বার্তা ট্রাম্পের
তিনি লেখেন, সুন্দর ও সার্বভৌম ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গাঁধী। সেই দেশের পাশে আমেরিকাবাসী আছে। সেই সঙ্গে ট্রাম্প লেখেন, এর জন্য তিনি গর্বিত।
নয়াদিল্লি: সিএএ বিরোধী ও সমর্থনকারীদের সংঘাতে অগ্নিগর্ভ দিল্লি। ভারত সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা গ্রহণ করেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী। রাষ্ট্রপতিভবনে মার্কিন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়।
এরপর রাজঘাটে যান ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তাঁরা। ফার্স্ট লেডিকে মহাত্মার মূর্তি উপহার দেওয়া হয়। রাজঘাট থেকে বেরিয়ে ভিজিটর্স বুকে বার্তা লেখেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, সুন্দর ও সার্বভৌম ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গাঁধী। সেই দেশের পাশে আমেরিকাবাসী আছে।
সেই সঙ্গে ট্রাম্প লেখেন, এর জন্য তিনি গর্বিত।
গতকাল ছিল ট্রাম্পের ভারত সফরের প্রথম দিন। এদিন গুজরাতের সবরমতী আশ্রমে যান সস্ত্রীক ট্রাম্প। সেখানেও আশ্রমের ভিজিটর্স বুকে নোট লেখেন তিনি। তাঁর সেই বার্তা নিয়েই কংগ্রেস প্রশ্ন তোলে, মহাত্মা গাঁধীর স্মৃতিবিজড়িত আশ্রমের ভিজিটর্স বুকে লেখা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে তাঁরই উল্লেখ নেই! ট্যুইট করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। তিনি লেখেন, ‘......মহান ব্যক্তিত্ব মহাত্মার কোনও কথাই নেই এতে। মোহনদাস করমচাঁদ গাঁধী কে, সেটা কি উনি জানেন?’
This is a snapshot of the note that someone sent. It ostensibly is @realDonaldTrump ‘s note at Sabarmati. No mention of the Great Mahatma. Does he even know who Mohandas Karamchand Gandhi was ? pic.twitter.com/mY0PfXoWW6
— Manish Tewari (@ManishTewari) February 24, 2020
এখানেই শেষ নয়, ট্রাম্পের এই নোটের সঙ্গে ওবামার লিখে যাওয়া বার্তার ছবি দিয়ে তুলনা করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি।
And this is what @barackobama had to say about the Great Mahatma possibly at Rajghat or Sabarmati. The distinction can not be more stark. pic.twitter.com/5cwirQwj3R
— Manish Tewari (@ManishTewari) February 24, 2020
কংগ্রেস নেতাদের এই খোঁচার বার্তা কি পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্টের কাছে? তা হোক বা না হোক, মঙ্গলবার রাজঘাটের ভিজিটর্স বুকে ট্রাম্প-বার্তা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement