Driverless Metro: চালক ছাড়াই দৌড়বে মেট্রো! সেটাও ভারতেই! জানেন কোথায়?
Bengaluru Metro: সব ঠিক থাকলে এই শহরই প্রথম শহর হবে যেখানে চালকহীন মেট্রোয় চড়বেন নিত্যযাত্রীরা।
বেঙ্গালুরু: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরু (Bengaluru)। ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রের অন্যতম স্তম্ভ। দিনভর ব্য়স্ত থাকে এই শহর। কাজের জন্য, পড়াশোনার জন্য ভারতের বিভিন্ন শহরের একাধিক বাসিন্দা প্রতিনিয়ত এই শহরে আসছেন। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর জনসংখ্যা ক্রমশ বাড়ছে, বাড়ছে বহরেও। ক্রমশ বড় হচ্ছে শহর। ঘনবসতিপূর্ণ বেঙ্গালুরুতে যানজটও নিত্যদিনের সমস্যা। এই সমস্যা কমাতে বেঙ্গালুরুতে মুশকিল আসান মেট্রো (Driverless Metro in Bengaluru)।
এই মেট্রো যোগাযোগেও চমক রয়েছে। বেঙ্গালুরুর মেট্রোর পরিষেবা বিশ্বমানের করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে আরও আধুনিক করার চেষ্টা চলছে। এই কারণেই চালকবিহীন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। এর জন্য তৈরি হচ্ছে বিশেষ ধরনের মেট্রোরেলের (Driverless Metro in India) বগি। এই বগি তৈরির জন্য একটি চিনা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে।
From China to Chennai and to the Final Destination, the driverless Coaches (6) have finally arrived in the town! #YellowLine #NammaMetro
— Bangalore Metro Updates (@WF_Watcher) February 14, 2024
PC/Source: BMRCL and Rahman’s X a/c pic.twitter.com/yLBZB54lqj
চালকবিহীন মেট্রো ট্রেন প্রস্তুত করা হয়েছে। আর সেই বগি ইতিমধ্যেই হাতে এসেছে। ওই মেট্রো কোচগুলি সম্প্রতি বেঙ্গালুরুতে এসে পৌঁছেছে। দক্ষিণ বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক সিটির হেপাকোডি ডিপোতে পৌঁছেছে ওই বগিগুলি। আধুনিক মেট্রোর বগির এই ছবিগুলি বেঙ্গালুরু মেট্রো (Bengaluru Metro) কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।
First driverless, Chinese-made train (6 coaches) for #BengaluruMetro's #YellowLine reached the Hebbagodi depot near E-City this morning.
— Muthi-ur-Rahman Siddiqui (@ever_pessimist) February 14, 2024
The 6 coaches will be coupled & put through static tests at the depot, followed by trial runs.@WF_Watcher @NammaBengaluroo @0RRCA @KARailway pic.twitter.com/i7mv0UC3IM
ভারতে প্রথমবার:
চালকবিহীন এই মেট্রো ট্রেনটি আর.ভি.সিল্ক রোড থেকে ইলেক্ট্রনিক সিটি পর্যন্ত মেট্রো লাইন অর্থাৎ ইয়েলো লাইন (Bengaluru Metro yellow line) ধরে চলাচল করবে। ২১৬টি তৈরির জন্য চিনা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। যার মধ্যে ৯০টি কোচ ইয়েলো লাইনে ১৫টি মেট্রো ট্রেন হিসাবে যাতায়াচ করবে। বিভিন্ন সূত্রের দাবি, সব ঠিকমতো চললে, বেঙ্গালুরু ভারতের প্রথম শহর (First in India) হবে যেখানে চালকবিহীন মেট্রো ট্রেন চলাচল করবে।
আরও পড়ুন: আধার কার্ড বাতিল ! অনিশ্চয়তার মুখে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ