Viral Video: পাহাড়ি সরু রাস্তায় ইউ-টার্ন! গাড়ির চালকের প্রতিভায় তাজ্জব সোশাল মিডিয়া
Video going Viral: সামনে পাহাড়, পিছনে খাদ আর ওই সরু রাস্তা। একচুল এদিক থেকে ওদিক হলেও খাদে ধসে যেত গাড়িটি।
![Viral Video: পাহাড়ি সরু রাস্তায় ইউ-টার্ন! গাড়ির চালকের প্রতিভায় তাজ্জব সোশাল মিডিয়া driving on narrow mountain road Video going viral on social media Viral Video: পাহাড়ি সরু রাস্তায় ইউ-টার্ন! গাড়ির চালকের প্রতিভায় তাজ্জব সোশাল মিডিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/d1bb582f3f69a82d466c11f2749dcebb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় প্রতিদিনই নানা অদ্ভূত ও মজাদার ভিডিও ভাইরাল হয়। এমন ভিডিও দেখতে পাবেন, যা দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর ছোট জায়গায় গাড়ির চালককে খুব সরু রাস্তায় গাড়ি ঘুরিয়ে দিতে দেখা যাচ্ছে। যদিও এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
টুইটার ব্যবহারকারী ডাঃ অজয়িতা তার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে একটি নীল রঙের গাড়িকে দেখা যায় পাহাড়ি সরু রাস্তায়। রাস্তাটি এতই সরু যে, একজনের হাঁটার পক্ষেও তা দুষ্কর। সেখানেই পাহাড়ের ওপর খুব ছোট জায়গায় গাড়ি ঘুরিয়ে ফেলছেন একজন চালক। ভয়ঙ্কর পাহাড়ি রাস্তায় এমন টেকনিক দেখে শিহরিত তো বটেও অবাকও সকলে।
সামনে পাহাড়, পিছনে খাদ আর ওই সরু রাস্তা। একচুল এদিক থেকে ওদিক হলেও খাদে ধসে যেত গাড়িটি। গাড়ি ঘোরানোর সময় একটি টায়ার হাওয়াতে ঝুলেও ছিল। কিন্তু দক্ষতার জের এতটাই যে দুর্দান্ত নিয়ন্ত্রণ রেখেই গাড়িটি ঘুরিয়ে দিতে সক্ষম হন চালক। যেভাবে চালক ছোট কাট নেন এবং স্টিয়ারিং হুইল সহ এক্সিলারেটর, ক্লাচ এবং ব্রেকগুলি নিয়ন্ত্রণ করেন যা যে কাউকে হতবাক করে দেবে।
ভিডিওটির ক্যাপশনে লেখা আছে - ৮০ পয়েন্ট টার্নের সঠিক উদাহরণ। অনেকে অবশ্য ভিডিওটিকে ভুয়ো বলেছেন।
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিওটি এখন পর্যন্ত ১ লাখের বেশি ভিউ হয়েছে। হাজার হাজার মানুষ ভিডিওটি রিটুইট করেছেন। এই ভিডিওটি সত্য নাকি ভুয়ো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেন, এমন জায়গায় গাড়িটিকে রিভার্স গিয়ারে চালানোটি বুদ্ধিমানের কাজ হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)