Kedarnath Helicopter: কেদারনাথে বড় দুর্ঘটনা, হেলিকপ্টার ভেঙে ভয়ঙ্কর বিপত্তি, জরুরি অবতরণেই বিপত্তি?
Kedarnath News: ঋষিকেশ থেকে কেদারনাথ যাচ্ছিল ওই কপ্টারটি। শনিবার কেদারনাথে হেলিপ্যাডে নামার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে।

নয়া দিল্লি: কেদারনাথে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। কেদারনাথ ধামে জরুরি অবতরণের সময় ভাঙল হেলিকক্টার। হেলি অ্যাম্বুলেন্সটি ঋষিকেশ এইমসের ছিল। রিপোর্ট অনুযায়ী, হেলিপ্যাডের থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে আছড়ে পড়ে হেলিকপ্টার।
ঋষিকেশ থেকে কেদারনাথ যাচ্ছিল ওই কপ্টারটি। শনিবার কেদারনাথে হেলিপ্যাডে নামার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে। এক রোগীকে নিয়ে যাওয়ার জন্য কেদারনাথে এসেছিল। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওই কপ্টারে ছিলেন ২ জন ডাক্তার এবং পাইলট। সকলেই সুরক্ষিত রয়েছেন।
ANI-কে গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, হেলিকপ্টারটির পিছনের অংশে সমস্যা হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। সব যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, কী ভাবে কপ্টারটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হলো তা জানতে তদন্ত শুরু হয়েছে।
The helicopter of AIIMS Rishikesh's heli ambulance service crash-landed in Kedarnath due to damage to the rear part of the helicopter. All three passengers (one doctor, one Captain one medical staff) on board the helicopter are safe: Garhwal Commissioner Vinay Shankar Pandey to…
— ANI (@ANI) May 17, 2025
অন্যদিকে, এইমসের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। পাইলট নিরাপদে আছেন। হেলিকপ্টারটি একজন রোগীকে নিতে ঋষিকেশ থেকে কেদারনাথে যাচ্ছিল। হার্ড ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটির লেজের অংশ ভেঙে গিয়েছে। কেউ আহত হননি।
এদিকে এই ঘটনার পর তীর্থযাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এদিন লেজের দিকে রোটরটি ভেঙে মূল অংশের থেকে বিছিন্ন হয়ে যায়। ২০২৪ সালে কেদারনাথে এই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়েছিল। তবে এই ঘটনার পর এই পরিষেবার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তীর্থযাত্রীরা।






















