R-Factor on Covid19 : করোনার দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি, সতর্ক করল কেন্দ্র; 'R' নম্বর বেশি ৮ রাজ্যে
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্ক করে বলা হয়, এখনও করোনার দ্বিতীয় ঢেউই শেষ হয়নি। এর পাশাপাশি দেশের আট রাজ্যে রিপ্রোডাকশন (R) নম্বর এখনও বেশি রয়েছে। তা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।
নয়া দিল্লি : করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। তা নিয়ে উদ্বেগ তো রয়েছেই। এরই মধ্যে দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্ক করে বলা হয়, এখনও করোনার দ্বিতীয় ঢেউই শেষ হয়নি। এর পাশাপাশি দেশের আট রাজ্যে রিপ্রোডাকশন (R) নম্বর এখনও বেশি রয়েছে। তা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লাভ আগরওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, আর নম্বর একের বেশি হওয়ার অর্থ সংক্রমণ বাড়ছে। এটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। ভারতে এখনও দ্বিতীয় ঢেউ শেষ হয়নি। দেশে এমন ৪৪টি জেলা রয়েছে যেখানে পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি। এই জেলাগুলি রয়েছে- কেরল, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে।
শনিবারও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, দেশের মধ্যে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধপ্রদেশ, মণিপুরে ফের বাড়ছে সংক্রমণ। এই রাজ্যগুলিতে হয় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুবা কোভিড পজিটিভিটি রেট বৃদ্ধি হচ্ছে। তৃতীয় ঢেউয়ের আগে এই সংক্রমণ বৃদ্ধির হার স্বস্তি দিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রককে।
সেকারণে ১০ শতাংশ কোভিড পজিটিভিটি রেট রয়েছে এমন জেলায় কড়া ব্যবস্থা নিতে বলেছে সরকার। এইসব জেলায় কন্টেনমেন্ট জোন করার পাশাপাশি কোভিড টিকাকরণে জোর দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ভারতে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে। গতকালের মতোই আজও একই আছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪২২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার ৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮৮৭ জন সুস্থ হয়েছেন।