এক্সপ্লোর
Advertisement
কোনও সমঝোতায় নয়, হয় হ্যাঁ নয়ত না, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে অবস্থান স্পষ্ট কৃষকদের
দিল্লি এবং হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে এদিন কৃষক নেতা রুদ্রু সিংহ মানসা সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে কোনও মাঝামাঝি অবস্থানে যাব না আমরা।
নয়াদিল্লি: কোনও মাঝামাঝি অবস্থান নয়, হয় হ্যাঁ, নাহলে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে স্পষ্ট করে দিলেন কৃষক নেতারা। যা থেকে স্পষ্ট কোনও সমঝোতায় যেতে নারাজ আন্দোলনরত কৃষকরা। ৩ কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষকদের ডাকে বনধ পালিত হল মঙ্গলবার। অনমনীয় মনোভাব কৃষকদের। পরিস্থিতি বেগতিক বুঝে এবার আসরে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন সন্ধে নাগাদ কৃষকদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পষ্টতই, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় কাজ হচ্ছে না। এই চাপানউতোরের মধ্যে বৈঠক ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। কী আলোচনা হতে পারে বৈঠকে ? কী অবস্থান নেবেন কৃষকরা? তা নিয়ে শুরু হয় জল্পনা। বৈঠকে বসার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনরত কৃষকরা।
দিল্লি এবং হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে এদিন কৃষক নেতা রুদ্রু সিংহ মানসা সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে কোনও মাঝামাঝি অবস্থানে যাব না আমরা। কোনও সমঝোতার পথেও হাঁটব না। আমাদের যা দাবি তাতে হয় হ্যাঁ বা নাহলে না, যে কোনও একটা উত্তর চাই।
গত ২৬ নভেম্বর থেকে দিল্লির বুকে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের দাবি কেন্দ্রের তৈরি ৩ কৃষি আইন বাতিল করতে হবে। এদিকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কৃষকরা। এই নিয়ে ষষ্ঠ দফার বৈঠক হবে। তাঁর আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের দাবি ৩ আইন প্রত্যাহার করতে হবে, অথবা সংশোধন করতে হবে। এর আগে একাধিক প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছেন কৃষকরা। গত সপ্তাহে কেন্দ্র প্রস্তাব দেয়, কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে। কিন্তু বৈঠকে উপস্থিত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হননি। বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি।
রাজধানীতে কনকনে সেই ঠান্ডাকে উপেক্ষা করে আন্দোলন করছেন পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা। পথে নেমেছেন হাজার হাজার কৃষক। নিজেদের অবস্থানে অনড় তাঁরা। তাঁদের সাফ কথা, কৃষক বিরোধী ৩ কৃষি আইন বাতিল করতে হবে। এই ৩ আইন প্রত্যাহারের দাবিতে আজ ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশের নেতারা। একইসঙ্গে পিএজিডি, সিপিআইএম, সিপিআই, আরএসপি, ডিএমকে, আরজেডি, এসপি, এআইএফবি, এনসিপি, কংগ্রেস কৃষক আন্দোলনে সংহতি জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
Advertisement