Naveen Patnaik: ব্যাঙ্কে লক্ষাধিক টাকার রুবি-হিরে, অ্যাকাউন্টে ৭১ কোটি! ওড়িশার মুখ্যমন্ত্রীর সম্পত্তি দেখে তাক লাগবে
Naveen Patnaik Assets: নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুসারে, নবীন পট্টনায়েকের কাছে প্রায় ৪.১৭ লক্ষের রুবি, হিরে রয়েছে।
নয়া দিল্লি: সামনেই নির্বাচন। তার আগে নির্বাচনে হলফনামা দায়ের করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কমিশনের ওয়েবসাইটে পাওয়া সেই তথ্য থেকে জানা যাচ্ছে, গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির মূল্য প্রায় ৭ কোটির বেশি বৃদ্ধি পেয়েছে। নবীন পট্টনায়েকের মোট সম্পত্তির পরিমাণও প্রায় ৭১.০৭ কোটি।
২০১৯ সালে বিজেডি প্রধান সম্পত্তি দেখিয়েছিলেন ৬৩.৮৭ কোটি টাকার। ২০২৪ এ এসে সেই সম্পত্তির পরিমাণ হয়েছে ৭১.০৭ কোটি। নবীন পট্টনায়েক ৬৪ পৃষ্ঠার হলফনামায় জানিয়েছেন, তাঁর কাছে বর্তমানে ৭১ কোটি ৭ লক্ষ ৭৮ হাজার ৩৬৮ টাকার সম্পত্তির মধ্যে ১৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে এবং ৫১ কোটির স্থাবর সম্পত্তি রয়েছে।
অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে রাখা ফিক্সড ডিপোজিট। এছাড়াও ভুবনেশ্বরে ১৩.৬৬ কোটি টাকার নবীন নিবাস এবং নয়াদিল্লিতে এপিজে আব্দুল কালাম রোডে ৪৩.৩৫ কোটির টাকার বাড়ি রয়েছে। নতুন দিল্লির আবাসনে নবীন পট্টনায়কের ৫০ শতাংশ এবং ভুবনেশ্বরের নবীন নিবাসে দুই-তৃতীয়াংশ শেয়ার রয়েছে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুসারে, নবীন পট্টনায়েকের কাছে প্রায় ৪.১৭ লক্ষের রুবি, হিরে রয়েছে। আছে রুপোর ৪৫.৭৭ গ্রামের বোতামও। মুখ্যমন্ত্রী নথিতে আরও উল্লেখ করেছেন যে তাঁর কাছে রয়েছে ৩০ হাজারের একটি অ্যাম্বাসেডর যা ১৯৮০-এর মডেল। তিনি ট্যাক্স রিটার্নে ২০২২-২৩ এর জন্য দাখিল করা আয়কর রিটার্নে তাঁর মোট বার্ষিক আয় ৯২ লাখ ২৪ হাজার ৯০০ টাকা দেখিয়েছেন।
আরও পড়ুন, কোভিশিল্ডে শরীরে বিরল রোগ-পার্শ্বপ্রতিক্রিয়া, অ্যাস্ট্রাজেনেকার 'দায় স্বীকারে' বিশ্বজুড়ে চাঞ্চল্য
তাঁর বার্ষিক আয় ২০১৮-১৯ সালে ১৯ লক্ষ ৪০ হাজার ২৪০ টাকা, ২০১৯-২০ সালে তাঁর বার্ষিক আয় ১৬ লক্ষ ৩১ হাজার ২৮২ টাকা দেখিয়েছেন। এছাড়া ২০২০-২১ সালে ১৯ লক্ষ ৭০ হাজার ২৬০ টাকা এবং ২০২১-২২ সালে ৮৯ লক্ষ ২৩ হাজার ৩৬৫ টাকা দেখিয়েছেন।
নবীন পট্টনায়েক, যিনি টানা ষষ্ঠ মেয়াদে জনগণের সমর্থন চাইছেন তিনি এবার হিঞ্জিলি এবং কান্তবাঞ্জি বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। বিজেডি সুপ্রিমো শুধুমাত্র নির্বাচনের উদ্দেশ্যে কান্তবাঞ্জি এবং হিঞ্জিলিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় দুটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এবং তিনি প্রতিটি অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা জমা দিয়েছেন।
নবীন পট্টনায়েক বলেছিলেন যে তাঁর কোনও দায় নেই এবং তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে