Aeroplane News : আকাশপথেই মর্মান্তিক ঘটনা ! বারাণসী যাওয়ার পথে বিমানেই মৃত্যু যাত্রীর
ওড়ার কিছুক্ষণের মধ্যেই রাত ১০টা নাগাদ ছত্রপতি সম্ভাজিনগরের চিকলথানা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়বিমানটিকে।

নয়াদিল্লি : আকাশপথে ঘটল মর্মান্তিক ঘটনা। আনন্দ-যাত্রায় নেমে এল শোকের ছায়া। উড়ানে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, ভাবতে পারেনি কেউই। যাত্রীরাও মুহ্যমান শোকে। মুম্বই থেকে বারাণসী যাচ্ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি। কিন্তু পরিস্থিতি এমনই হয় যে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই রাত ১০টা নাগাদ ছত্রপতি সম্ভাজিনগরের চিকলথানা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়বিমানটিকে।
তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত
বিমানের যাত্রী ছিলেন উত্তর প্রদেশের মির্জাপুরের ৮৯ বছর বয়সী এক মহিলা মহিলা। সুশীলা দেবী হঠাৎ উড়ানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে। বিমানসেবিকা ও সহায়করা মনে করেন, আকাশপথেই কিছু একটা ঘটে যেতে পারে। প্রাথমিক চিকিৎসায় পরিস্থিতি সামাল দেওয়াও সম্ভব নয়। তখন পাইলট তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
মেডিক্যাল টিম কী করল
যাত্রীর অবস্থা গুরুতর দেখে, পাইলট তখনই ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দরে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি নেন। এরপর বিমানবন্দরে মেডিক্যাল টিম তৎপর হয়। অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়। কিছুক্ষণ পর বিমানটি চিকলথানা বিমানবন্দরে অবতরণ করে। এরপর যখন মেডিক্যাল টিম পৌঁছয়, তখন বহু দেরি হয়ে গেছে।
মারা যান সুশীলা দেবী
অবতরণের পর, মেডিক্যাল টিম সুশীলা দেবীকে পরীক্ষা করে । কিন্তু দুর্ভাগ্যবশত, ততক্ষণে তিনি প্রয়াত হয়েছেন। তখন বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করে। তারপর বিমানটির পুনরায় যাত্রা শুরু করে। বিমানটি বারাণসী উড়ে যায়।
জরুরি অবতরণ কখন করানো হয়
বিমানের কোনও যাত্রীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হলে বা কারিগরি ত্রুটি দেখা দিলে বা অন্য কোনও গুরুতর পরিস্থিতি সৃষ্টি হলে জরুরি অবতরণ করানো হয় । পাইলট পরিস্থিতি মূল্যায়ন করে মনে করলে জরুরি অবতরণের অনুমতি পেতে নিকটতম বিমানবন্দরে যোগাযোগ করেন। এই সময়ের মধ্যে, বিমানকর্মীরা যাত্রীদের শান্ত থাকতে বলেন। এবং পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে তাদের সঠিকভাবে অবহিত করার চেষ্টা করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
