EPFO Update : ১ জুন থেকে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নয়া নিয়ম, দেখে নিন কী
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় খবর। পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ১ জুন থেকে নয়া নিয়ম লাগু করছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন' (EPFO)। এই নিয়ম না মানলে প্রভাব পড়বে আপনার ইপিএফ কন্ট্রিবিউশনে।
নয়া দিল্লি : প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় খবর। পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ১ জুন থেকে নয়া নিয়ম লাগু করছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন' (EPFO)। এই নিয়ম না মানলে প্রভাব পড়বে আপনার ইপিএফ কন্ট্রিবিউশনে।
নতুন নিয়ম অনুসারে, নিয়োগ কর্তাকে কর্মীর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আধার ভেরিফায়েড করানোর নির্দেশ দিয়েছে EPFO। কোনও কারণে কর্মীর ইপিএফ আাধার ভেরিফায়েড না হলে নিয়োগকর্তার অবদান আপনার অ্যাকাউন্টে জমা করা হবে না। তাই মনে করে আপনার পিএফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করুন। পাশাপাশি আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরকে বা (UAN)আধার ভেরিফায়েড করে নিন। ইতিমধ্যেই এই বিষয়ে নোটিফিকেশন জারি করেছে EPFO।
নতুন নিয়মে কী রয়েছে ?
২০২০ সালের 'সোশ্যাল সিকিউরিটি কোড' মেনে ১৪২ ধারা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের এই নতুন সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। নতুন নিয়মে কোম্পানিকে বলা হয়েছে, প্রভিডেন্ট ফান্ড আধারের সঙ্গে যুক্ত না হলে বা ইউএএন নম্বর আধার ভেরিফায়েড না হলে ইলেকট্রনিক চালান কাম রিটার্ন (ECR) জমা দেওয়া হবে না। অর্থাৎ কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে নিজেদের জমাকৃত অর্থ দেখতে পারলেও নিয়োগকর্তার জমার অর্থ পাবেন না তাঁরা।
সম্প্রতি এই নিয়ে নোটিফিকেশন জারি করেছে EPFO। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ১ জুন থেকে লাগু হবে নতুন এই নিয়ম। নতুন নিয়ম অনুসারে পিএফ অ্যাকাউন্ট আধারে লিঙ্ক না হলে ECR জমা দিতে দেওয়া হবে না। এখানেই শেষ নয়। কোনও কারণে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আধার লিঙ্ক না হলে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'-এর পরিষেবা পাবে পাবেন না অ্যাকাউন্ট হোল্ডার।
কীভাবে আধারের সঙ্গে ইপিএফ লিঙ্ক করবেন ?
১ প্রথমে অফিশিয়াল ইপিএফও ওয়েবসাইটে www.epfindia.gov.in লগ ইন করুন।
২ এবার অনলাইন সার্ভিসেস অপশনে e-KYC Portal ক্লিক করুন। এবার UAN আধার লিঙ্ক করুন।
৩ নিজের UAN নম্বর ও UAN অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টারড মোবাইল নম্বর আপলোড করুন।
৪ নিজের মোবাইলে ওটিপি নম্বর দেখতে পাবেন এবার। ওটিপি নম্বর ওটিপি বক্সে সাবমিট করুন। এবার আধার নম্বর ফর্মে সাবমিট করুন। সবশেষে প্রোপোজড টু ওটিপি ভেরিফিকেশন অপশনে ক্লিক করুন।
৫ এই পদক্ষেপে মোবাইল নম্বরে ওটিপি জেনারেট করুন। মেইলে লিঙ্ক করা আধার ডিটেইলস চেক করুন। একবার ভেরিফাই হয়ে গেলে আপনার আধার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।