Covid Helpline: খালি বেড, ফ্রি অ্যাম্বুলেন্স থেকে টেলি-মেডিসিন পরিষেবা; বিস্তারিত তথ্য স্বাস্থ্য দফতরের নতুন পোর্টালে
ফোন করতে পারেন টোল ফ্রি নম্বরেও, নম্বরটি হল 033 2341 2600। স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুম নম্বরটি হল 033 2357 1075/ 1083/3636
কলকাতা : করোনা রোগীদের সুবিধার্থে ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট পোর্টাল চালু করল রাজ্য স্বাস্থ্য দফতর। কোভিড চিকিৎসার জন্য এই মুহূর্তে রাজ্যের কোন হাসপাতালে কত শয্যা খালি রয়েছে, পুরুষ বা মহিলাদের জন্য কোথায় কতগুলি বেড ফাঁকা, টেলি-মেডিসিনের সুবিধা এবং অ্যাম্বুলেন্স সংক্রান্ত তথ্য এই পোর্টাল থেকে জেনে নিতে পারবেন সকলে। এখানে রয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর 1800-313-888-222। ওই হেল্পলাইনে ফোন করলে কোভিড সংক্রান্ত সমস্ত পরিষেবা পাবেন রাজ্যবাসী। ফোন করতে পারেন টোল ফ্রি নম্বরেও, নম্বরটি হল- 033 2341 2600। স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুম নম্বরটি হল- 033 2357 1075/ 1083/3636
কী কী পরিষেবা পাওয়া যাবে..
- যে কোনও কোভিড সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে পোর্টাল।
- সরকারি কোভিড হাসপাতাল সংক্রান্ত তথ্য মিলবে।
- বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার বিস্তারিত তথ্য রয়েছে পোর্টালে।
- সাইকোলজিক্যাল কাউন্সেলিং পরিষেবা মিলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
- থাকছে টেলিমেডিসিন পরিষেবাও।
রোজই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি, বেসরকারি হাসপাতালের একটা বেড খুঁজতে কার্যত হন্যে হয়ে ঘুরছেন সাধারণ মানুষ। অক্সিজেন সঙ্কট চরমে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের এই নয়া উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী তাঁরা। উল্লেখ্য, পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে সবমিলিয়ে মোট ২৬৪টি কোভিড হাসপাতাল রয়েছে। পোর্টালে ঢুকতে ক্লিক করুন Integrated Covid Management System (WB-ICMS)
বেড সংক্রান্ত বিস্তারিত দেখুন এই লিঙ্কে Hospital Bed Availability Status
সোশ্যাল মিডিয়া খুললেই দেওয়াল জুড়ে বেড আর অক্সিজেনের হাহাকার খেয়াল করেছেন হয়ত অনেকেই। বহু স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই ময়দানে নেমেছেন। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড অপ্রতুল। ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজের মতো বেশ কিছু হাসপাতালে সরাসরি রোগী ভর্তি হচ্ছে না। স্বাস্থ্য ভবনে ফোন করে তাদের বলে দেওয়া হাসপাতালে যেতে হচ্ছে রোগীকে। ফলে কিছু ক্ষেত্রে সমস্যা পড়ছেন তাঁরা। অনেকেই অভিযোগ করেছেন স্বাস্থ্যভবন ফোন (+91 6290 648 755) তুলছে না।
সঙ্কটজনক রোগীর ক্ষেত্রে বেড বা অক্সিজেন খুঁজতে গিয়েই অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। পেরিয়ে যাচ্ছে রোগীর গোল্ডেন আওয়ার। তাই হয়রানি লাঘব করতেই রাজ্য স্বাস্থ্য দফতরের নয়া পোর্টাল। এখানে হাতের কাছেই মিলবে সমস্ত তথ্য। তাই সমস্যায় পড়ে চারিদিকে হন্যে হয়ে না ঘুরে পোর্টালে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রোগীর দ্রুত চিকিৎসা শুরু করান।
গত বছর 'কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম' চালু করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। চলতি বছরে পরিস্থিতি সামাল দিতে ফের শুরু হল ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট পোর্টাল।