এক্সপ্লোর
মহারাষ্ট্রে ইভিএমে গলদ: নির্বাচন কমিশনে ১৮৭টি অভিযোগ পাঠাল কংগ্রেস
রত্নগিরির ধমনগাঁও গ্রামের একটি বুথে যান্ত্রিক ত্রুটির জন্য সকালে সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোটদান স্থগিত থাকে। রত্নগিরির কলামবান গাভহানবাদি গ্রামের একটি বুথেও সকাল ৯টা ৪২ থেকে ভোটদান প্রক্রিয়া বন্ধ থাকে, প্রায় সাড়ে ১২টা নাগাদ ফের শুরু হয়। ভান্ডারা জেলায়ও সকাল সওয়া ৯টা থেকে ৯টা ৩৫ পর্যন্ত ভোটদান প্রক্রিয়ায় বাধা হয়ে ওঠে যান্ত্রিক গণ্ডগোল।

মহারাষ্ট্র নির্বাচনের ভোটগ্রহণের মধ্যেই ইভিএম বিভ্রাট। ভোটযন্ত্রে গলদ ধরা পড়ে মহারাষ্ট্রের রত্নগিরি, ভান্ডারা জেলায়। এর ফলে দুই জেলার কয়েকটি বুথে ভোটদানে বিলম্ব হয় বলে জনৈক সরকারি কর্তা জানিয়েছেন। মুম্বইয়ের ওরলি এলাকার একটি বুথেও টেকনিক্যাল ভুলের জন্য কিছুক্ষণ ভোটদান থেমে যায় বলে জানান তিনি। রাজ্য কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে ইভিএমের গন্ডগোল সংক্রান্ত ১৮৭টি অভিযোগ পাঠানো হয়েছে। ওই অফিসার জানান, রত্নগিরির ধমনগাঁও গ্রামের একটি বুথে যান্ত্রিক ত্রুটির জন্য সকালে সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোটদান স্থগিত থাকে। রত্নগিরির কলামবান গাভহানবাদি গ্রামের একটি বুথেও সকাল ৯টা ৪২ থেকে ভোটদান প্রক্রিয়া বন্ধ থাকে, প্রায় সাড়ে ১২টা নাগাদ ফের শুরু হয়। ভান্ডারা জেলায়ও সকাল সওয়া ৯টা থেকে ৯টা ৩৫ পর্যন্ত ভোটদান প্রক্রিয়ায় বাধা হয়ে ওঠে যান্ত্রিক গণ্ডগোল। এর জেরে ওইসব বুথের বাইরে দীর্ঘক্ষণ ভোটদাতাদের লম্বা লাইন দেখা যায়। মুম্বইয়ে ওরলি এলাকায় দূরদর্শন অফিসের কাছে একটি বুথে টেকনিক্যাল কারণে কিছুক্ষণ ভোটপর্ব বন্ধ থাকে। যদিও সেখানে ফের ভোটগ্রহণ চালু করতে বেশিক্ষণ লাগেনি বলে দাবি করেন তিনি। রাজ্যে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















