Facebook News: প্ল্যাটফর্মের নতুনত্বে জোর, ‘ক্রিয়েটরদের’ জন্য বিপুল অর্থ বিনিয়োগ ফেসবুক, ইনস্টাগ্রামের
মার্ক জুকেরবার্গ নিজেই এই ঘোষণা করেছেন।
নয়াদিল্লি: ‘ক্রিয়েটরদের’ উৎসাহ জোগাতে ১ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকা) বিনিয়োগ করছে ফেসবুক, ইনস্টাগ্রাম। আগামী বছর থেকেই পোস্টের ভিত্তিতে ক্রিয়েটাররা এই টাকা পাবেন। ফেসবুকের স্রষ্টা মার্ক জুকেরবার্গ নিজেই এই ঘোষণা করেছেন।
গতকাল ফেসবুকে একটি পোস্টে মার্ক জুকেরবার্গ লেখেন, ক্রিয়েটারদের জন্য সেরা প্ল্যাটফর্ম বানাতে চাই আমরা। তাই ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ২০২২ সালে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্টের ভিত্তিতে ক্রিয়েটাররা উপহার স্বরূপ টাকা পাবেন। ক্রিয়েটারদের জন্য বিনিয়োগ করা নতুন কিছু নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কাজের পরিসর বাড়াতে পেরে আমি খুশি। একইসঙ্গে এই বিষয়ে আরও তথ্য আসতে চলেছে বলে জানান মার্ক জুকেরবার্গ।
ফেসবুক সহ ইনস্টাগ্রামে বিভিন্ন পেজ থাকে। ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও অনেক সংস্থার পেজও থাকে। ফেসবুক, ইনস্টাগ্রামে সেই সব ব্যবহারকারীদের বলা হয়ে থাকে ক্রিয়েটর। নতুন ফিচার সহ পেমেন্ট এবং পরিষেবার মাধ্যমে ক্রিয়েটরদের মন জয় করে থাকে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দিন কয়েক আগে জানা গিয়েছে, সারা বিশ্বে ৩ বিলিয়ন ডাউনলোড করা অ্যাপ টিকটক। আর এই ঘোষণার এক মাসের মধ্যেই টক্কর দিতে নামল ফেসবুক। জানা গিয়েছে, ফেসবুকের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিয়েটর নির্দিষ্ট মাইলফলক ছুঁতে পারলেই উপহার পাবেন তাঁরা। একইভাবে ইনস্টাগ্রামে ফটো শেয়ারের মাধ্যমে এই উপহার পেতে পারেন ক্রিয়েটররা।
গত ৩ বছরের বেশি সময় ধরে ক্রিয়েটরদের জন্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে চলেছে টিকটক। ছোট ভিডিও পোস্ট করার জন্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে স্ন্যাপচ্যাট। এদিকে ফেসবুক জানিয়েছে, বিনিয়োগের যে কর্মসূচি চলছিল তার নবতম সংযোজন এটা। মাইলফলক ছুঁতে পারলেই ভিডিও ক্রিয়েটর, অনলাইন গেমাররা প্রত্যেক মাসে বোনাস পাবেন। অন্যদিকে ইনস্টাগ্রামে টিকটকের মতোই রয়েছে রিল। নতুন এই ফিচার আসার পর টিকটকের কপি কেটও বলা হতো। ক্রিয়েটরদের ভিডিও কেমন সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় চলে তার উপর নির্ভর করে উপার্জন করতে পারবেন তাঁরা।