এক্সপ্লোর
রেলকর্মীদের স্পেশাল ট্রেনে চড়া যাবে, আশ্বাস দিয়ে টাকার বিনিময়ে ভুয়ো অনুমতিপত্র, গ্রেফতার ২
স্পেশাল ট্রেনে চড়তে দিতে হবে সাধারণ যাত্রীদের, এই দাবিতে বিভিন্ন স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভ হচ্ছে মাঝেমধ্যেই। তার মধ্য়েই এমন জালিয়াতি প্রকাশ্যে এল।
হুগলি: প্রতারণার ফাঁদে লোকাল ট্রেনের যাত্রীরা। রেলকর্মীদের জন্য চলা স্পেশাল ট্রেনে চড়া যাবে বলে টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে ভুয়ো অনুমতিপত্র।
স্পেশাল ট্রেনে চড়তে দিতে হবে সাধারণ যাত্রীদের, এই দাবিতে বিভিন্ন স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভ হচ্ছে মাঝেমধ্যেই। তার মধ্য়েই এমন জালিয়াতি প্রকাশ্যে এল। লকডাউন চালু হওয়ার পর থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। ফলে নানা কাজ যাদের দূরদূরান্ত থেকে কলকাতা আসা যাওয়া করতে হয়, তারা চরম বিপাকে পড়েছেন। ট্রেনের বদলে নানা ধরনের যান ব্যবহার করে অনেক বেশি পয়সা খরচ করতে হচ্ছে। ফলে ইতিমধ্যে কয়েকটি জায়গায় জোর করে রেলকর্মীদের জন্য চালু ট্রেনে স্থানীয় লোকজনের উঠে পড়ার ঘটনা ঘটেছে।
যাত্রীদের ধৈর্যচ্যুতিকেই হাতিয়ার করে হুগলির পাণ্ডুয়ায় প্রতারণা চক্র। টাকার বিনিময়ে অনুমতিপত্র বিক্রির অভিযোগ। রেলপুলিশকে দেখালেই ওঠা যাবে স্পেশাল ট্রেনে, এহেন আশ্বাস দিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে ভুয়ো অনুমতিপত্র বিক্রির অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় জেরক্স দোকানের মালিক। তপন দাস নামে এক নিত্যযাত্রীর দাবি, টাকা দিয়ে অনুমতিপত্র কিনেছি। এটা দেখালেই ট্রেনে যাওয়া যাবে। স্থানীয় বাসিন্দা সুজয় হাওলাদার বলেছেন, রেলের তরফে এরকম কোনও সার্কুলার জারি হয়েছে বলে জানা নেই। গরিব মানুষদের কাছ থেকে এভাবে অর্থ তোলা হচ্ছে।
ফুটবলার রহিম নবী, যিনি আবার পাণ্ডুয়ার স্থানীয় বাসিন্দা, বলেছেন, আমি জানি না কার মদতে কীভাবে এমন কাজ চলছে। বেআইনি কাজ চলছে। এর তদন্ত হওয়া উচিত। ঘটনায় আটক ২ প্রতারক। বন্ধ করে দেওয়া হয়েছে দোকানটিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement