এক্সপ্লোর
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় রাজ্যজুড়ে বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: তুমুল বৃষ্টিতে ভাসল শহর। সকাল থেকে ঝকঝকে আকাশ মুহূর্তে ঢাকা পড়ল কালো মেঘে। মঙ্গলবার থেকে গুমোট গরমে হাসফাঁস করছিল শহরবাসী। বুধবার সকালে মেঘ নিয়ে এল স্বস্তির বার্তা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় রাজ্যজুড়ে বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং-সহ ৫ জেলায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















