এক্সপ্লোর
ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জের, আজ ও আগামীকাল কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা: অষ্টমী, নবমীতেও বৃষ্টির ভ্রূকুটি। আজ ও আগামীকাল শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ ঘণ্টা পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা। এর ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। মহাষ্টমীর সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৭ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















