এক্সপ্লোর
ভারতে সপরিবার ইমরানের দলের প্রাক্তন জনপ্রতিনিধি বলদেব সিংহ , চাইলেন রাজনৈতিক আশ্রয়
“শুধু সংখ্যালঘুরাই নন, পাকিস্তানে মুসলিমরাও নিরাপদ নয় । পাকিস্তানে প্রতিদিন নানা অসুবিধার মধ্যে আমাদের বেঁচে থাকতে হয়। আমি ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করছি।” ভারতে এসে বলেন বলদেব।

নয়াদিল্লি: পঞ্জাবে সপরিবার এসে পৌঁছেছেন পাকিস্তানের প্রাক্তন এমএলএ বলদেব কুমার। দিল্লি সূত্রের খবর, ইমরান খানের পার্টির সদস্য বলদেব কুমার রাজনৈতিক আশ্রয় চাইতেই এ-দেশে এসেছেন। এই ঘটনা থেকেই পাক মাটিতে সংখ্যালঘুদের দুর্দশা প্রমাণিত বলে মত রাজনৈতিক মহলের একাংশের। ৪৩ বছরের পাক রাজনীতিবিদ জানিয়েছেন, সে-দেশে সংখ্যালঘুদের অবস্থা খুবই খারাপ। তাঁর দাবি, পাকিস্তানে হিন্দু ও শিখদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। “শুধু সংখ্যালঘুরাই নন, পাকিস্তানে মুসলিমরাও নিরাপদ নয় । পাকিস্তানে প্রতিদিন নানা অসুবিধার মধ্যে আমাদের বেঁচে থাকতে হয়। আমি ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করছি।” ভারতে এসে বলেন বলদেব কুমার।
পুলিশের বিরুদ্ধে দেহ চুরির অভিযোগ তুলেছেন মৃত বিজেপি নেতার স্ত্রী। পরিবারের সম্মতি ছাড়া কীভাবে পুলিশের হাতে দেহ তুলে দেওয়া হল, এই প্রশ্ন তুলে ডেপুটি সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি । তিনি আরও বলেন, “ওখানে হিন্দু ও শিখ পরিবারগুলো অত্যাচারিত। নরেন্দ্র মোদির কাছে আমার অনুরোধ, তাঁদের জন্য উনি যেন কিছু করেন, যাতে তাঁরা ভারতে আসতে পারেন।” ২০১৬ সালে বলদেব সিংহকে মিথ্যে খুনের মামলায় ফাঁসানো হয় এবং ২০১৮য় তিনি পদত্যাগ করেনয ২০১৬য় পাকিস্তানের বুনের জেলা থেকে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনে জয়লাভ করেন সর্দার সোরান সিংহ। তাঁকেও গুলি করে হত্যা করা হয়। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















