এক্সপ্লোর
সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, বাগুইআটি থেকে গ্রেফতার ১
গতকাল চাকরির জন্য টাকা দেওয়ার টোপ দিয়ে তাকে ডেকে পাঠান অভিযোগকারীরা। হাতেনাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

কলকাতা: কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে বাগুইআটি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুখেন ঘোষ। সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে সে লক্ষাধিক টাকা হাতিয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরে বাগুইআটির জগৎপুর এলাকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বেকার যুবক যুবতীদের প্রতারণা করা হচ্ছিল। ঘটনা জানাজানি হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত সুখেন। গতকাল চাকরির জন্য টাকা দেওয়ার টোপ দিয়ে তাকে ডেকে পাঠান অভিযোগকারীরা। হাতেনাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















