Gangubai Kathiawadi Success: 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র সাফল্যে সামিল আমূল, ভাইরাল পোস্ট
Gangubai Kathiawadi Success: আমূলের সাম্প্রতিক পোস্ট 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-এর পোস্টার দ্বারা অনুপ্রাণিত। পোস্টারে দেথা যাচ্ছে আমূলের পরিচিত সেই মেয়েটি গঙ্গুবাঈয়ের কায়দায় খাটিয়ায় আধশোয়া হয়ে রয়েছে।
নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে ছবিটি। মাত্র ৪-৫ দিনেই আকাশছোঁয়া ব্যবসা করেছে ছবিটি। করোনা আবহেও এই ছবি দেখতে হলমুখী হয়েছেন দর্শক এবং তাতে স্বভাবতই খুশি সকলে।
শুধু দর্শকই নন, এই ছবির প্রশংসা করেছেন সমালোচকরাও। প্রশংসা পেয়েছে বিশেষত আলিয়া ভট্টের অভিনয় দক্ষতা। অন্যদিকে 'আমূল' (Amul) ব্র্যান্ড তাদের চোখধাঁধানো ক্রিয়েটিভ পোস্টের জন্য বিখ্যাত। আলিয়ার ছবির সাফল্যের সুযোগে তাদের পোস্ট আবারও নজর কাড়ল সকলের।
এই ডেয়ারি ব্র্যান্ডের সাম্প্রতিক পোস্টটি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-এর পোস্টার দ্বারা অনুপ্রাণিত। পোস্টারে দেথা যাচ্ছে আমূলের পরিচিত সেই মেয়েটি গঙ্গুবাঈয়ের কায়দায় খাটিয়ায় আধশোয়া হয়ে রয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা, 'খালিয়া বাটার?' মূলত অভিনেত্রী আলিয়া ভট্টের নামের সঙ্গে মিলিয়েই এই ক্যাপশন।
View this post on Instagram
ইনস্টাগ্রামে 'আমূল' ব্র্যান্ডের অফিশিয়াল পেজ থেকে এই ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'বলিউডের নতুন রিলিজ "গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি"র সাফল্যের জন্য...'।
আরও পড়ুন: Puja Banerjee: কৃশিবকে কোলে নিয়ে শিবরাত্রির পুজোয় সামিল পূজা, শেয়ার করলেন ভিডিও
গত ২৫ ফেব্রুয়ারি দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। সোমবারের রিপোর্ট অনুযায়ী ৩৯.১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।