এক্সপ্লোর
Advertisement
কোভিড-১৯ মোকাবিলায় কাজ চলছে 'রেমডেসিভির' নিয়ে, এর সম্পর্কে বিস্তারিত জানুন...
প্রাথমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উতরেছে এই ওষুধ।
নয়াদিল্লি: একদিকে যখন বিশ্বজুড়ে ত্রাস চালাচ্ছে কোভিড-১৯, তখন এই মারণ ভাইরাসের ওষুধ বের করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলেছে একাধিক দেশ। কোথাও চলছে ভ্যাক্সিন তৈরির কাজ ও কোথাও চলছে অ্যান্টিভাইরাল ওষুধের পরীক্ষা-নিরীক্ষা।
তেমনই একটি পরীক্ষা চলছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে, যেখানে প্রচুর কোভিড-১৯ আক্রান্তের চিকিৎসা চলছে। সেখানে মার্কিন সংস্থা গিলিড সায়েন্সের তৈরি অ্যান্টিভাইরাল 'রেমডেসিভির'-এর প্রয়োগ প্রক্রিয়া চলছে। এখন ফেজ-৩ এর নিয়ন্ত্রিত পরীক্ষা চালানো হচ্ছে। শিকাগো মেডিক্যাল সেন্টারের গবেষকরা দাবি করেছেন, 'রেমডেসিভির' দ্রুততার সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট দমন করতে সক্ষম। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই সংস্থার শেয়ার দর ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, এই ওষুধ যাদের ওপর প্রয়োগের পর বহু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, যা স্বভাবতই আশার আলো দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংক্রমিত রোগ-বিশেষজ্ঞ ক্যাথলিন মুল্যান বলেন, যাঁদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছে, তাঁদের অধিকাংশই সুস্থ হয়েছেন। ২ জন মাত্র মারা গিয়েছেন। প্রসঙ্গত, মুল্যানের তত্ত্বাবধানেই এই 'রেমডেসিভির'-এর প্রয়োগ পরীক্ষা চালানো হচ্ছে। 'রেমডেসিভির' প্রধানত ইবোলা আক্রান্তদের ওপর প্রয়োগ করা হয়ে থাকে। তবে, বর্তমান পরিস্থিতিতে, তা কোভিড-১৯ মোকাবিলার সবচেয়ে সেরা বিকল্প হিসেবে উঠে আসছে। যদিও, এখনও একাধিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement