Sundar Pichai: গুগলের সিইও হওয়া সেভাবে আনন্দ দেয়নি মা-বাবাকে, কেন এমন বললেন গুগল সিইও সুন্দর পিচাই?
Google CEO Sundar Pichai: আইআইটি খড়গপুর থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন সুন্দর পিচাই। তারপরেই জানিয়েছেন, তাঁর মা-বাবা চাইতেন যে তিনি যেন পিএইচডি করেন।
Sundar Pichai: সুন্দর পিচাই। বলিউডের কায়দায় বললে অনায়াসে বলা যায় 'নাম তো সুনা হি হোগা'। কিংবা বলা যায় 'ইয়ে নাম হি কাফি হ্যায়'। বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম গুগল (Google CEO)। তারই সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) । সম্প্রতি তিনি সম্মানীয় ডক্টরেট (PhD) উপাধি পেয়েছেন। সুন্দর পিচাই পড়াশোনা করেছেন আইআইটি খড়গপুর থেকে। সেই প্রতিষ্ঠানের তরফেই তাঁকে এই সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। আর এই ডক্টরেট উপাধি পাওয়ার পর সুন্দর পিচাই ইনস্টাগ্রামে ভারী মজার একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর মা-বাবা সবসময়েই চাইতেন যে তিনি যেন পিএইচডি করেন। গুগল এবং অ্যালফাবেট দুই সংস্থার সিইও তিনি। তবে সেই সাফল্য বোধহয় ততটা আনন্দ তাঁর মা-বাবাকে দেয়নি, যতটা এই পিএইচডি ডিগ্রি দিয়েছে।
সুন্দর পিচাইয়ের এই ইনস্টাগ্রাম পোস্ট নিয়েই মশকরা করেছেন নেটিজেনরা। বিশেষ করে ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে এদেশে মা-বাবারা ঠিক কী কী করেন, তাই নিয়েই মজার সব কমেন্ট করেছেন নেটিজেনরা। বেশিরভাগেরই মতে তুমি যতই পড়াশোনা কর কিংবা সফল হয়ে যাও মা-বাবারা ঠিক কী চান অনেকসময়েই বোঝা যায় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামি সংস্থার সিইও যাই হয়ে যাওয়া না কেন আরও একটু বেশি কিছু আশা করেন অভিভাবকরা। যদিও সন্তানের ভাল মা-বাবার থেকে বেশি কেউ চান না। সবসময় তাদের সেরা, শ্রেষ্ঠ জায়গাতেই দেখতে চান তাঁরা। কিন্তু এই পড়াশোনার মাপকাঠিতে তাঁরা যে সন্তানকে কোথায় দেখতে চান, সেটা কেউ বুঝতে পারেন না। আর এ ব্যাপারে আপনার, আমার মা-বাবার থেকে সুন্দর পিচাইয়ের মা-বাবা কোনও অংশে আলাদা নন।
ইনস্টাগ্রামে কী পোস্ট করেছেন গুগল সিইও সুন্দর পিচাই, দেখে নিন
View this post on Instagram
নেটিজেনদের বেশিরভাগই মশকরা করেছেন সুন্দর পিচাইয়ের কথায়। এক ইউজারই মজা করে লিখেছেন যে গুগল আপনার মা-বাবাকে সেভাবে খুশি করতে পারেনি যা এই পিএইচডি ডিগ্রি করবে। আরও অনেকে লিখেছেন, জীবনে তুমি যাই করে নাও না কেন মা-বাবা যে কীসে খুশি হবেন বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে তা বলা মুশকিল।
আরও পড়ুন- আসছে নাথিং ফোন ২এ প্লাস, আগের মডেলের থেকে কোন কোন ফিচার আপডেট হচ্ছে নতুন ফোনে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।