Google messages new feature : গুগল মেসেজে পিন অপশন, নয়া ফিচার আনছে কোম্পানি
গুগল মেসেজে এবার থেকে পাওয়া যাবে নতুন ফিচার। চাইলেই নিজের কথোপকথন পিন টপ করে রাখতে পারবেন গ্রাহক। এমনকী প্রয়োজন অনুযায়ী মেসেজের পাশে দেওয়া যাবে স্টার ব্যাজ। সম্প্রতি এই দুই নতুন ফিচারের ওপর কাজ করছে টেক জায়ান্ট।
ওয়াশিংটন: গুগল মেসেজে এবার থেকে পাওয়া যাবে নতুন ফিচার। চাইলেই নিজের কথোপকথন পিন টু টপ করে রাখতে পারবেন গ্রাহক। এমনকী প্রয়োজন অনুযায়ী মেসেজের পাশে দেওয়া যাবে স্টার ব্যাজ। সম্প্রতি এই দুই নতুন ফিচারের ওপর কাজ করছে টেক জায়ান্ট।
সম্প্রতি গুগল মেসেজের নতুন এই ফিচারের বিষয়ে জানতে পারে এক্সডিএ ডেভেলপারস। যেখানে বলা হয়েছে, ফেসবুকের মতো পিন পোস্ট করা যাবে গুগল মেসেজে। চাইলেই নিজের মেসেজ সবার ওপরে রাখতে পারবেন গ্রাহক। সেক্ষেত্রে পিন পোস্টই হবে একমাত্র সমাধান। একবার অ্যাপ খুললেই নিজেদের পিনড মেসেজেস দেখতে পারবেন ইউজাররা। টেক সাইটগুলোর মতে, একসঙ্গে তিনটে মেসেজ পিন করে রাখার সুবিধা দেবে গুগল অ্যাপ।
এছাড়াও রয়েছে স্টার মেসেজের সুবিধা। যেখানে ইচ্ছে মতো মেসেজকে স্টার দিয়ে চিহ্ণিত করে রাখতে পারবেন ইউজার। এই সব মেসেজের শুরুতেই থাকবে স্টার ব্যাজ। ফলে সহজেই প্রয়োজনীয় মেসেজগুলো খুঁজে পেতে সমস্যা হবে না গ্রাহকের। মাশাবেলের খবর বলছে, এখনও নিজেদের চলতি অ্যাপের ভার্সনে এই সুবিধা দেয়নি গুগল। এই নতুন ফিচার স্পট করা গেছে বেশকিছু জায়গায়। এমনকী অনেক টেক ব্লগাররাও এই নিয়ে আলোচনা শুরু করেছেন।
শোনা যাচ্ছে, এখানেই থেমে থাকছে না গুগল। নতুন করে 'সেভ টু ফটোজ' বাটন আনছে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন নির্মাতা। যার মাধ্যমে উপকৃত হবেন পার্সোনাল জিমেইল ইউজার, গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক, জি স্যুট বিজনেস কাস্টমাররা। নতুন এই ফিচারের মাধ্যমে ইমেলে আসা ছবি সরাসরি গুগল ফটোজে সেভ করতে পারবেন গ্রাহক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে এই পরিষেবা।
গুগলের দাবি, জিমেইলে ফটো এলেই আর ডাউনলোড করতে হবে না ইউজারকে। ফাইল বড় না ছোট সেই নিয়েও কমে যাবে চিন্তা। সরাসরি জিমেইল থেকে গুগল ফটোজে সেভ করা যাবে ছবি। নয়া ফিচার চালু হলে ডিফল্ট অপশন হিসাবেই পাওয়া যাবে 'সেভ টু ফটোজ' বাটন। আগামী ১৫ দিনের মধ্যেই নয়া ফিচারের পুরোপুরি সুবিধা লাভ করতে পারবেন গ্রাহকরা। কোম্পানির তরফে বলা হয়েছে, ১ জুন থেকে ফটো , ভিডিয়ো রাখার জন্য নয়া নিয়ম চালু করছে গুগল।