এক্সপ্লোর
Advertisement
তাদের আধার ডেটাবেসে ঢোকার অধিকার নেই, হাইকোর্টে জানাল গুগল
প্রধান বিচারপতি ডি এন প্যাটেল ও বিচারপতি প্রতীক জালানের বেঞ্চে অতিরিক্ত একটি এফিডেভিট দাখিল করে তারা এ কথা জানিয়েছে।
নয়াদিল্লি: গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড দিল্লি হাইকোর্টে জানিয়ে দিল, তাদের আধার ডেটাবেসে ঢোকার অধিকার নেই, গুগল পে মোবাইল অ্যাপের জন্যও তাদের আধার ডেটাবেসে ঢোকার প্রয়োজন পড়ে না। প্রধান বিচারপতি ডি এন প্যাটেল ও বিচারপতি প্রতীক জালানের বেঞ্চে অতিরিক্ত একটি এফিডেভিট দাখিল করে তারা এ কথা জানিয়েছে।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-কে না জানিয়ে গুগল পে-কে ভীম আধার প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে। এই অভিযোগে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু গুগল জানিয়ে দিল, ভীম আধার সম্পূর্ণ ভিন্ন বিষয়, তাদের সঙ্গে গুগল পে-র কোনওরকম সম্পর্ক নেই। আধার সম্পর্কিত তথ্য তাদের লাগে না, আদার ডেটাবেসে ঢোকারও প্রয়োজন পড়ে না, তাদের সেই অধিকারও নেই।
গুগল আধার ডেটাবেসে ঢুকছে বলে অভিযোগ করেন ফিনান্সিয়াল ইকোনমিস্ট অভিজিৎ মিশ্র, তিনিই জনস্বার্থ মামলা করেন, বলেন, রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই গুগল পে আধারের সাহায্যে আর্থিক লেনদেন করছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের এফিডেভিটে বলে, গুগল পে থার্ড পার্টি অপারেটর, সরকারি কোনও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নয়। তাই তাদের কাজকর্ম পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম অ্যাক্ট লঙ্ঘন করছে না, তারা পেমেন্ট সিস্টেম অপারেটর নয়, তাই আরবিআইয়ের অনুমতি দরকার নেই তাদের।
২২ অক্টোবর এ ব্যাপারে ফের শুনানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement