এক্সপ্লোর
'পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, ওরা খুবই অতিথিপরায়ণ', দাবি শরদ পওয়ারের
ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকাকালীন একসময় দুই দেশের টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেই সময়ে নাকি খুবই উষ্ণ অভ্যর্থনা পান তিনি। এমনটাই দাবি শরদ পওয়ারের।

নয়াদিল্লি: ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনের আঁচ যখন সারা দেশ জুড়ে, ঠিক সেই সময়ই পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। পাকিস্তানের অতিথি অভ্যর্থনার ভূয়সী প্রশংসা করে রীতিমতো বিতর্কের মুখে পওয়ার। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকাকালীন একসময় দুই দেশের টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেই সময়ে নাকি খুবই উষ্ণ অভ্যর্থনা পান তিনি। এমনটাই দাবি শরদ পওয়ারের। তাই দরাজ মনে প্রতিবেশী রাষ্ট্রকে ‘খুবই অতিথিপরায়ণ’ বলে সার্টিফিকেট দিয়েছেন তিনি। পার্টির মুম্বই অফিসে একটি জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে পওয়ার বলেন, পাকিস্তান মোটেই ভারতের সঙ্গে যুদ্ধ চায় না। তাঁর দাবি, রাজনৈতিক ফায়দা তোলার জন্য পাকিস্তান সম্পর্কে নানারকম অপপ্রচার চালানো হচ্ছে। তাছাড়া মহারাষ্ট্রে বন্যা কবলিত এলাকায় না-আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কড়া সমালোচনা করেন এনসিপির বর্ষীয়ান নেতা। পওয়ারের দাবি, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ফলে উপত্যকায় সন্ত্রাসবাদ বাড়বে। সূত্রের খবর, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক হাওয়া বুঝতে রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন পওয়ার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















