Gujarat News: দু'দিন পরই ছিল ফ্লাইট, তার আগেই গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত বাংলার ৫ পর্যটক !
Gujarat Accident 5 Bengali Tourist Death: গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাংলার ৫ পর্যটকের মৃত্যু !

নয়াদিল্লি: গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত বাংলার ৫ পর্যটক। সুরেন্দ্রনগরে পর্যটকদের গাড়ির সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত আরও ৫। ঘটনাস্থলেই দুই মহিলা-সহ তিন জন পুরুষের মৃত্যু হয়। জখম অবস্থায় আরও ৫ জন ভর্তি হাসপাতালে। দু'দিন পরই আমেদাবাদ থেকে বিমান ধরার কথা ছিল পর্যটকদের।
মহাকুম্ভ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও এক আত্মীয়ার। তৃণমূল নেতা ও তাঁর মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য উজ্জ্বল দাস, তাঁর স্ত্রী-মেয়ে ও আত্মীয়-সহ ৮ জনের দলটি প্রয়াগরাজে গিয়েছিলেন। ফেরার পথে, বিহারের সাসারামে ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়েছিলে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তৃণমূল নেতার স্ত্রী ও এক আত্মীয়ার। গুরুতর আহত তৃণমূল নেতা ও মেয়েকে পাটনার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মহাকুম্ভে যাওয়ার পথে, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হাওড়ার এক যুবকের। হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দা বুবাই মাইতি। পরিচিত ব্যক্তির বাইকে চেপে যাচ্ছিলেন মহাকুম্ভে। বিহারের ঔরঙ্গাবাদে ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মেরেছিল। হাসপাতালে নিয়ে বছর পঁচিশের যুবককে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।অন্যদিকে, কুম্ভমেলায় যাওয়ার সময়, পথ দুর্ঘটনায় মৃত তিন মহিলার দেহ পুরুলিয়ার টামনা থানার গোপলাডি গ্রামে পৌঁছেছিল। শোকস্তব্ধ প্রতিবেশীরা। মৃতদের বাড়ি গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের BDO.
গত বছর বেপরোয়া গতির বলি হয়েছিল কলকাতায়। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হয়েছিল বছর ২৮-এর যুবকের। মৃত্যু হয়েছিল বিশাল ঠাকুর নাকতলার বাসিন্দার। তাঁর সঙ্গীও আহত হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়, বাঘাযতীন মোড়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরেছিলেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তাঁর সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন, রাত পেরোলোই চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
