Surat Diamond Bourse : খুলে গেল বিশ্বের সবচেয়ে বড় অফিসের দরজা, কী বললেন প্রধানমন্ত্রী?
PM Modi inaugurates world's largest office: এবার থেকে হিরে শিল্পের সঙ্গে জড়িত তাবড় তাবড় সংস্থার দফতর বসবে এই ছাদের নিচেই। এখানে আগামী দিনে একসঙ্গে চাকরি করবেন লক্ষ লক্ষ মানুষ।
সুরাত : বিশ্বের সবচেয়ে বড় অফিস ! আয়তনে যা টেক্কা দিল আমেরিকার পেন্টাগনকেও। গুজরাতে সুরাত ডায়মন্ড বুর্স ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রবিবারই উদ্বোধন হল এই ভবনের। এর বৈশিষ্ট্য় শুনলে মাথা ঘুরে যাবে অনেকের। আকাশছোঁয়া এই প্রাসাদ-অফিস । এবার থেকে হিরে শিল্পের সঙ্গে জড়িত তাবড় তাবড় সংস্থার দফতর বসবে এই ছাদের নিচেই। এখানে আগামী দিনে একসঙ্গে চাকরি করবেন লক্ষ লক্ষ মানুষ।
এলাহি খরচ করে তৈ রি হয়েছে এই হাব। এখন এই প্রজেক্টকেই বলা হচ্ছে 'ওয়ার্ল্ড বিগেস্ট ওয়ার্কস্পেস'। রবিবার সকালে এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi inaugurates the New Integrated Terminal Building of Surat Airport. pic.twitter.com/79M7UJEZn1
— ANI (@ANI) December 17, 2023
একটি বিবৃতিতে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সুরাত ডায়মন্ড বোর্স হবে আন্তর্জাতিক হীরা এবং অলঙ্কার ব্যবসার জন্য বিশ্বের বৃহত্তম এবং আধুনিক কেন্দ্র। অগাস্ট মাসে এই ভবনটি ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল (ড্রিম) সিটির অংশ, বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত হয়। সুরাত ডায়মন্ড বোর্সের নির্মাণকাজ ফেব্রুয়ারি ২০১৫ এ শুরু হয়েছিল এবংশেষ হল ২০২২ এ। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত, বিল্ডিংটি ৬৭ লক্ষ বর্গফুট জমি জুড়ে রয়েছে। এতে প্রায় সারে ৪ হাজার ডায়মন্ড ট্রেডিং অফিস থাকতে পারে। আসলে এই হাব তৈরির লক্ষ্যই হল এক ছাদের নিচে হিরে শিল্পকে কেন্দ্রীভূত করা। বিদেশি ক্রেতাদের আকর্ষিত করা।
In Surat tomorrow, the Surat Diamond Bourse will be inaugurated. This will be a major boost to the diamonds industry. The ‘Customs Clearance House’, Jewellery Mall and facility of International Banking and Safe Vaults will be significant parts of the Bourse. pic.twitter.com/rJxwGxmCJb
— Narendra Modi (@narendramodi) December 16, 2023
ডায়মন্ড জায়ান্ট কিরণ জেমসের ডিরেক্টরবল্লভভাই লাখানি, , তার ১৭ ডাজার কোটি টাকার ব্যবসা ডায়মন্ড বোর্সে স্থানান্তরিত করেছেন এবং তার কর্মচারীদের থাকার জন্য একটি মিনি-টাউনশিপও তৈরি করছেন৷
আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান