Salman Khan: মুম্বইয়ে সলমনের বাড়ির বাইরে চলল গুলি, তদন্তে পুলিশ
Salman Khan News:বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মুম্বই: মায়ানগরীতে অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে চলল গুলি। রবিবার ভোরে মুম্বইয়ের বান্দ্রায় সলমনের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরে পর পর বেশ কয়েক বার গুলির শব্দ শোনা যায়। ,মোটর সাইকেলে চেপে এসে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সলমনের বাড়িতে এসে পৌঁছেছেন তদন্তকারীরা। (Salman Khan)
রবিবার ভোর ৫টা নাগাদ 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরে কেউ বা কারা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। এর আগে, একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন, এমনকি তাঁর শাগরেদরা সলমনের বাড়িও জরিপ করে গিয়েছিল বলে সামনে আসে। তাই এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। (Salman Khan News)
কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'ই থাকেল সলমন। উপরের তলায় থাকেন বাবা সেলিম খান, মা সলমন খান। গ্রাউন্ড ফ্লোরে থাকেন সলমন। এদিন গুলি চলার সময় সলমন বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। কমপক্ষে দুই-তিন রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছেছে।
#WATCH | Mumbai, Maharashtra: Visuals from outside actor Salman Khan's residence in Bandra where two unidentified men opened fire this morning.
— ANI (@ANI) April 14, 2024
Police and forensic team present on the spot. pic.twitter.com/fVXgHzEW0J
আরও পড়ুন: অক্ষয় কুমারের সংস্থার নামে প্রতারণা, ফের হ্যাক রুক্মিণীর ফেসবুক পেজ, বিনোদনের সারাদিন
গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা NIA জানায়, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যাঁদের খুনের পরিকল্পনা করেছেন, সেই তালিকায় একেবারে প্রথমেই রয়েছেন সলমন। সলমনকে খুনের পরিকল্পনা রয়েছে বলে প্রকাশ্যে স্বীকারও করেছেন বিষ্ণোই। তাঁর দাবি, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ মামলার দরুণই সলমনকে খুনের পরিকল্পনা রয়েছে তাঁরা। বিষ্ণোই সম্প্রদায় যে কৃষ্ণসার হরিণের পুজো করে, সেই কৃষ্ণসার হরিণ হত্য়া মামলায় নাম জড়িয়েছে সলমনের। তাই সলমনকে সাজা দিতে চান তিনি। বিষ্ণোই জানান, তাঁর ডানহাত সম্পত নেহরা সলমনের বাড়ির চারপাশ জরিপও করে গিয়েছে। সম্পতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশের STF.