Hair Dryer Blast: সেলুনে চুল কাটাতে গিয়ে সর্বনাশ হেয়ার ড্রায়ার ফেটে করে কী করল দেখুন
Hair Dryer Blast in Salon: সেলুনে চুল কাটাতে গিয়ে সর্বনাশ। শর্ট সার্কিট হয়ে হেয়ার ড্রায়ার ফেটে করে বেরোল আগুন। ৩০ সেকেন্ডের ভিডিওটি দেখলে কার্যত গা শিউরে উঠবে।
নারায়নগঞ্জ, বাংলাদেশ: সেলুনে চুল কাটাতে গিয়ে সর্বনাশ। শর্ট সার্কিট হয়ে হেয়ার ড্রায়ার ফেটে বেরোল আগুন (Hair Dryer Blast in Salon)। ইতিমধ্যেই টুইটারে ভিডিওটি ভাইরাল হয়েছে। ভয়াবহ ওই বিস্ফোরণে আহত হন সেলুনের ওই কর্মচারী এবং চুল কাটাতে আসা ওই ব্যাক্তি। ৩০ সেকেন্ডের ভিডিওটি দেখলে কার্যত গা শিউরে উঠবে।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নারায়নগঞ্জ এলাকার একটি সেলুনে।
सावधान! "बाल कटवाते समय वायरिंग चेक कर लें, नहीं इस तरह के हादसे का शिकार हो सकते है!" pic.twitter.com/zzJHB2DmcM
— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) September 10, 2022
খেয়াল আছে কি বাড়িতে রাখা হেয়ার ড্রায়ারে ? ঝুঁকি নেই তো ব্যবহারে ?
প্রসঙ্গত, বেশিরভাগ ক্ষেত্রে যন্ত্রচালিত বস্তুর উপর নির্ভর হলেও, তার প্রতি যত্ন নেওয়া হয় না। কিংবা খেয়াল রাখা হয় না যে, কেমনভাবে রিঅ্যাক্ট করতে পারে সেই যন্ত্র। আদৌ কি ঠিক ভোল্টেজে সেটা চার্জ দেওয়া হচ্ছে। তার কি রেজিস্টেন্স ঠিক আছে, সেটা কি চার্জের সময় অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, এই বিষয়গুলি অনেক সময়ই নজর এড়িয়ে যায়। তবে বাংলাদেশের নারায়নগঞ্জ এলাকায় ওই ঘটনার পর কত সতর্ক বাকিরা। খেয়াল আছে কি বাড়িতে রাখা হেয়ার ড্রায়ারে ? প্রশ্ন উঠেছে। তবে হেয়ার ড্রায়ারের পাশাপাশি সেভার, ট্রিমার-সেলুনের যাবতীয় যন্ত্রপাতি থেকেই এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েই যায়। তাই এই যন্ত্রগুলি ব্যবহারের আগে গ্রাহকদের খেয়াল রাখা উচিত। ব্যবহারে যত্ন নেওয়া উচিত।
कितना दर्दनाक है ये हादसा। कमजोर दिल वाले ना देखें। https://t.co/mSEItt4Pnl
— Kuldeep Raghav 🇮🇳 (@ImKuldeepRaghav) September 10, 2022
গ্যাস লিক হওয়ায় মূলত তা ক্যাটালিস্টের কাজ করে
জানা গিয়েছে, ওই সেলুনের এয়ার কন্ডিশনারের গ্যাস লিক হওয়ায় মূলত তা ক্যাটালিস্টের কাজ করেছে। তাই হেয়ার ড্রায়ার চালু করতেই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা সেলুনে। তবে কোনও কিছু বোঝার আগেই, সেলুনে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। অন্ধকার হয়ে যায়, গোটা দোকান। তবে গোটা বিষয়টি আগে থেকে অবহিত থাকলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত বলেই দাবি নেটিজেনদের।
वीडियो दर्दनाक और खौफनाक है...!! https://t.co/f1OW1qsoAc
— जय कृष्णा / Jay Krishna (@JayKrishnalive) September 10, 2022