New Years Eve: কোথাও নাচ-গান, কোথাও পুজো-আরতি! ২০২৪ উদযাপনের ধুম গোটা দেশে
New Year Celebration: ২০২৪ যখন দোরগোড়ায় তখন সারা দেশের কোণায় কোণায় নজরে পড়েছে উৎসবের নানা মুহূর্ত।
কলকাতা: দোরগোড়ায় নতুন বছর। তার আগে সারা দেশে শুরু বর্ষবরণের উদযাপন। কোথাও নাচে-গানে ২০২৪-কে স্বাগত জানানোর পালা। কোথাও আবার ধর্মস্থানে পুজো দিয়ে নতুন বছরের আগে আশীর্বাদ নেওয়ার ঢল। ২০২৪ যখন দোরগোড়ায় তখন সারা দেশের কোণায় কোণায় নজরে পড়েছে এমনই সব ছবি।
বছরশেষে বরাবরই উদযাপনের ছবি দেখা যায় ভারতের সব প্রদেশে। এবার সেই উদযাপনকে অক্সিজেন জুগিয়েছে উইকএন্ড। ঢল নেমেছে পর্যটকদের।
হিমাচলের হিমে:
হিমাচলের কুলু-মানালিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। নতুন বছরকে স্বাগত জানাতে নাচে-গানে হুল্লোড় শুরু হয়েছে।
কাশ্মীরের কোলে:
ঠান্ডায় কাঁপছে শ্রীনগর। তার মধ্যেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। শ্রীনগরের লালচকে নাচ-গান হুল্লোড়ে মাতোয়ারা। আলোয় সেজেছে গুলমার্গ।
মন্দিরে ভিড়:
কেরলে নতুন বছরের আগে আশীর্বাদ দিতে শবরীমালা মন্দিরে ভক্তদের ভিড় দেখা গিয়েছে।
আরতিতে বর্ষবরণের উদযাপন:
উত্তরপ্রদেশের গঙ্গার ঘাটগুলি আরতির জন্য বিখ্যাত। নতুন বছর শুরুর আগে সেখানে গঙ্গা আরতি করা হয়েছে। অযোধ্যা সরযূ নদীর তীর, বারণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে উপচে পড়েছে লোক।
মুম্বইয়ে উৎসবের আমেজ:
দেশের বাণিজ্যনগরী মুম্বইকে মায়ানগরী নামেও ডাকা হয়। নতুন বছরের দোরগোড়ায় মুম্বই যেন আরও আলোয় মুড়েছে। নানা জায়গায় রাতজাগা বর্ষবরণের নাচ-গান হুল্লোড় শুরু সন্ধে গড়াতেই।
রাজধানীতে উদযাপন:
দিল্লিতে বর্ষবরণের জন্য সবরকম আয়োজন প্রস্তুত। খাবারের দোকান থেকে বড় রেস্তরাঁ, পাব-নাইটক্লাবে ভিড়। রাস্তায় রাস্তায় উৎসাহী মানুষের জটলা। সকাল থেকে ভিড়ে ঠাসা কনট প্লেস।
কলকাতায় হুল্লোড়:
কলকাতায় উৎসব শুরু হয়েছে বিকেল গড়াতেই। সপ্তাহান্তে নতুন বছর উপলক্ষে বেড়েছে পর্যটকদের ঢল। দুপুর থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, অ্যালেন পার্ক, পার্কস্ট্রিট-নিউমার্কেট চত্বর ভিড়। যত রাত বাড়ছে ততই বাড়ছে ভিড়। বিভিন্ন পাব, রেস্তরাঁ, নাইটক্লাবে তুমুল ভিড়।
VIDEO | People flock in large numbers to Kolkata’s Park Street for New Year celebrations. pic.twitter.com/MgTyDePRKY
— Press Trust of India (@PTI_News) December 31, 2023
আর কোথায় কীভাবে উদযাপন:
নতুন বছর উপলক্ষে দিল্লিতে রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক আলোয় সেজেছে
মহারাষ্ট্রের সিরডি সাই বাবা মন্দিরে দেখা গিয়েছে ভক্তদের ঢল।
কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে ভিড় করেছেন ভক্তরা।
কর্নাটকের এমজি রোডে উপচে পড়েছে ভিড়।
গুরগাঁওয়ে ঝাঁ-চকচকে নববর্ষের উদযাপন। আলোয়-নাচে-গানে জবরদস্ত আয়োজন।
#WATCH | Delhi: Rashtrapati Bhavan, North and South Block illuminated with colourful lights and decorated beautifully on New Year's Eve. pic.twitter.com/niAd7ZZVCn
— ANI (@ANI) December 31, 2023
আরও পড়ুন: বর্ষশেষে উৎসবমুখর বাংলা! উত্তর থেকে দক্ষিণে পর্যটকদের ঢল