New Year 2024: বর্ষশেষে উৎসবমুখর বাংলা! উত্তর থেকে দক্ষিণে পর্যটকদের ঢল
New Years Eve: দিঘা থেকে দার্জিলিং- ভায়া কলকাতা। সকাল থেকেই বাংলার নানা জেলায় ভিড় জমিয়েছেন পর্যটকরা।
কলকাতা: একে বছরের শেষদিন, তার উপর উইকএন্ড। দুইয়ে মিলে রাজ্যের কোণায় কোণায় ঢল নেমেছে পর্যটকদের। শনিবার অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকেই উৎসবের মেজাজ সারা বাংলায় (Happy New Year 2023)। বছরের শেষদিনে যা আরও বেড়েছে। সকাল থেকেই বাংলার নানা জেলায় ভিড় জমিয়েছেন পর্যটকরা।
সুন্দরবনে ভিড়:
বছরের শেষদিনে পর্যটকদের ঢল দেখা গিয়েছে সুন্দরবনে (Sundarban)। রবিবার সকাল থেকেই হাজার হাজার পর্যটকরা ভিড় জমিয়েছেন সুন্দরবনে। বছরের শেষদিন পরিবার, বন্ধু-বান্ধব সকলের সাথে মজা, আনন্দ করতে বেরিয়ে পড়েছেন সকলে। একদিকে দেখা গিয়েছে পিকনিকে মজেছেন অনেকে। অন্যদিকে অনেক পর্যটক লঞ্চে করে ঘুরে বেরিয়েছেন সুন্দরবনের নানা প্রান্ত।
বছরশেষে পুরুলিয়ায়:
বছরের শেষ দিন এবং শেষ রবিবার। পুরুলিয়ার (Purulia) অন্যতম পর্যটন কেন্দ্র জয়চন্ডী পাহাড় এলাকায় সকাল থেকেই ঢল নেমেছিল পর্যটকদের। শুধু জেলাই নয়, আসপাশের জেলা এবং ভিনরাজ্য থেকেও পর্যটকরা এসেছেন এখানে। সকাল থেকে পাহাড়ের আনাচে-কানাচে হয়েছে পিকনিক।
ঝাড়গ্রামে ভিড়:
বাংলার অন্য়তম পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম (Jhargram)। বছরের শেষ দিনে উৎসবের ছবি এখানেও। মেতেছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে ও পিকনিক স্পটে নেমেছে ভিড়। সকাল থেকেই পর্যটকদের ঢল চোখে পড়ার মতো। বছরের বিদায় বেলায় ঝাড়গ্রামের জ্যুলজিকাল পার্ক, বেলপাহাড়ি, কনক দুর্গা মন্দির সহ বিভিন্ন পর্যটকস্থলে উপচে পড়া ভিড়।
দিঘা (Digha)-মন্দারমনিতে বছরের প্রায় সব সময়েই ভিড় থাকে। সেখানেও বর্ষশেষে দেখা গিয়েছে পর্যটকদের ঢল।
দার্জিলিংয়ে উৎসব:
পাহাড় বাদ দিয়ে বাঙালি হয় না। আর দার্জিলিং (Darjeeling)তো সবসময় হট-ডেস্টিনেশন। নতুন বছরের প্রাক্কালে দার্জিলিংয়ে উপচে পড়েছে পর্যটকদের ঢল। চলছে বর্ষবরণের প্রস্তুতি।
কলকাতায় (Kolkata) উৎসব শুরু হয়েছে ২৫ ডিসেম্বর থেকেই। সপ্তাহান্তে নতুন বছর উপলক্ষে বেড়েছে পর্যটকদের ঢল (New Year Celebration)। দুপুর থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, অ্যালেন পার্ক, পার্কস্ট্রিট-নিউমার্কেট চত্বর ভিড়। যত রাত বাড়ছে ততই বাড়ছে ভিড়। বিভিন্ন পাব, রেস্তরাঁ, নাইটক্লাবে তুমুল ভিড়।
অন্য গোলার্ধে বর্ষবরণ:
২০২৩-কে বিদায় জানিয়ে ২০২৪-কে সাড়ম্বরে স্বাগত জানাল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। গোলার্ধের এক প্রান্ত যখন বর্ষবরণের আনন্দে যখন মাতোয়ারা, তখন আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ভারতে। ইতিমধ্যেই ২০২৩-এর শেষ সূর্যাস্ত দেখেছে দেশ। এবার অপেক্ষা ২০২৪-এ পা রাখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রামমন্দিরে যেতে চান? খরচ দেবেন শুভেন্দু! কতজনকে নিয়ে যাবেন?