Kalpana Soren: এখনও ‘নিখোঁজ’ হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবেন স্ত্রী কল্পনা?
Hemanta Soren: বেআইনি ভাবে জমি হস্তান্তর এবং আর্থিক তছরুপ মামলায় গত কয়েক দিন ধরেই হেমন্তের খোঁজে হন্য়ে হয়ে ঘুরছে ED.
নয়াদিল্লি: জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দেননি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখনও 'নিখোঁজ' বলে দাবি করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই আবহেই ঝাড়খণ্ডের রাজনীতিতে সরগরম। ED যদি হেমন্তকে গ্রেফতার করে, সে ক্ষেত্রে তাঁর স্ত্রী কল্পনা সোরেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে খবর। (Kalpana Soren)
বেআইনি ভাবে জমি হস্তান্তর এবং আর্থিক তছরুপ মামলায় গত কয়েক দিন ধরেই হেমন্তের খোঁজে হন্য়ে হয়ে ঘুরছে ED. গতকাল তাঁর দিল্লির বাড়ি থেকে দু'টি BMW গাড়ি এবং নগদ ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। যে চার্টার্ড বিমানে চেপে রাজধানীতে নেমেছিলেন হেমন্ত, দিল্লির বিমানবন্দরে সেটি পড়ে রয়েছে বলেও জানায় ED. (Hemanta Soren)
হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি যদিও জানায়, আগেই হেমন্তকে জিজ্ঞাসাবাদ করেছে ED. আবারও ডেকে হেনস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, বুধবার হেমন্ত হাজিরা দেবেন বলে আগেই ED-কে জানিয়ছিলেন, তা সত্ত্বেও ED-র তরফে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, হেমন্ত 'নিখোঁজ' বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও দাবি JMM-এর। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও উঠছে। যদিও হেমন্ত পালিয়েছেন বলেই দাবি করছে বিজেপি। রাজ্যপালকে পদক্ষেপ করতেও ইঙ্গিত দিয়েছে তারা।
সেই আবহে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে হেমন্তের স্ত্রী কল্পনাকে নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে JMM. দলীয় সূত্রে খবর, আজ জিজ্ঞাসাবাদের পরই হেমন্তকে গ্রেফতার করতে পারে ED. সেক্ষেত্রে হেমন্তের জুতোয় পা গলাতে পারেন তাঁর স্ত্রী কল্পনা। মঙ্গলবার সন্ধেয় সেই নিয়ে দলীয় বিধায়কদের বৈঠক হয়। আলোচনা হয় জোট শরিকদের সঙ্গেও। তাতে সকলের সম্মতি রয়েছে বলে খবর।
তবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার ক্ষেত্রে যথেষ্ট আইনি জটিলতাও রয়েছে কল্পনার সামনে। কারণ সংবিধান অনুযায়ী, পরবর্তী নির্বাচন এবং বিধানসভার মেয়াদ পূর্ণ হওয়ার মধ্যে যদি এক বছরের কম ব্যবধান থাকে, সেক্ষেত্রে উপনির্বাচন করা যাবে না। তাই বিধায়ক হওয়া হবে না কল্পনার। কারণ এ বছর নভেম্বরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে দলের অন্য কোনও বিধায়ককে দায়িত্ব দেওয়া হতে পারে।
স্ত্রীকে রাজনীতিতে আসুন, তা চান না বলে আগেই জানিয়েছিলেন হেমন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁর বিকল্প হিসেবে কল্পনার নামই উঠে আসছে। ১৯৭৬ সালে রাঁচিতে জন্ম হলেও, ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা কল্পনা, ২০০৬ সালে হেমন্তকে বিয়ে করেন। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি। MBA-ও সম্পূর্ণ করেছেন। বর্তমানে একটি স্কুল চালান। জৈবকৃষির সঙ্গেও যুক্ত। পাশাপাশি ৫ কোটি টাকা মূল্যের তিনটি বিল্ডিং রয়েছে তাঁর নামে। নারী এবং শিশু কল্যাণ মূলক কাজের সঙ্গেও যুক্ত কল্পনা।
২০২২ সালে খবরের শিরোনামে উঠে আসেন কল্পনা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস অভিযোগ করেন, শিল্পাঞ্চল এলাকার একটি জমি স্ত্রীর সংস্থাকে পাইয়ে দিয়েছেন হেমন্ত। মোট ৬০০ কোটি টাকার জমি দুর্নীতিতে হেমন্তকে জিজ্ঞাসাবাদ করছে ED. সরকারি জমি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট ১৪ জন গ্রেফতার হয়েছেন এখনও পর্যন্ত, যাঁদের মধ্যে ২০১১ ব্যাচের IAS অফিসার ছবি রঞ্জনও রয়েছেন।