Himachal Pradesh Landslide: কুলুতে ভয়াবহ দুর্ঘটনা, ভূমিধসে তলিয়ে গেলেন পর্যটকরা, বাড়তে পারে মৃত্যু সংখ্যা
Kullu Landslide: এর মধ্যে তিন জন মহিলাও আছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে বলে জানা গিয়েছে।

নয়া দিল্লি: ফের ভয়াবহ ভূমিধস হিমাচলে। রবিবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের কুল্লুতে গুরুদ্বার মানিকরণ সাহেবের বিপরীতে পিডব্লিউডি রোডের কাছে ভূমিধসে মর্মান্তিক মৃত্যু ছ'জনের। এর মধ্যে তিন জন মহিলাও আছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বিকেল ৫টার দিকে ভূমিধসের ঘটনাটি ঘটে।রাস্তার ধারে বসে ছিলেন কয়েকজন, সেই সময় একটি বড় গাছে চাপা পড়ে ধ্বংসস্তূপের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তলিয়ে যান তাঁরা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন রাস্তার ধারের ফেরিওয়ালা, একজন গাড়ির আরোহী এবং ঘটনাস্থলে উপস্থিত তিনজন পর্যটক রয়েছেন। কুলুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানিয়েছেন যে দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন, এবং অনেকেই আহত হয়েছেন।
#WATCH | Himachal Pradesh | Six people died, and five were injured after trees were uprooted near Manikaran Gurudwara parking in Kullu. Police and rescue teams of the district administration have shifted five injured to the local community hospital at Jari: ADM Kullu, Ashwani… pic.twitter.com/Kt9VvtrC6j
— ANI (@ANI) March 30, 2025
এসএইচও মণিকরণের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, যারা উদ্ধার ও ত্রাণের কাজগুলি সমন্বয় করছেন। এর পাশাপাশি স্থানীয়রা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং জরুরি ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে।
দমকল বিভাগের একটি দলও দুর্ঘটনাস্থলে যাচ্ছে। পুলিশ এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।






















