এক্সপ্লোর
Advertisement
দোকানে ভিড় কমাতে এই দুই রাজ্যে শুরু মদের হোম ডেলিভারি ...
ক্যাশমেমো দিয়ে কিনতে হচ্ছে মদ। ২ লিটারের বেশি একজন কিনতে পারছেন না। ডেলিভারি কর্মীদের নির্দিষ্টি আই কার্ড ও কার্ফু পাস দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: ৭ মে থেকে পঞ্জাব রাজ্যে শুরু হয়েছে বাড়ি বাড়ি মদ ডেলিভারি। আবগারি ও শুল্ক দফতরের নির্দেশ অনুসারে, যে সময়টুকু কার্ফু শিথিল হচ্ছে, তখনই খোলা যাবে মদের দোকান। সরকারি নির্দেশ অনুসারে এখন দোকান খোলা থাকছে সকাল ৭টা থেকে দুপুর ৩টে অবধি।
পঞ্জাবে আইন অনুসারে মদের হোম ডেলিভারির নিয়ম নেই। কিন্তু করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত। তাই লকডাউন চলাকালীনই শুধু হোম ডেলিভারি হবে মদ।
ক্যাশমেমো দিয়ে কিনতে হচ্ছে মদ। ২ লিটারের বেশি একজন কিনতে পারছেন না। ডেলিভারি কর্মীদের নির্দিষ্টি আই কার্ড ও কার্ফু পাস দেওয়া হয়েছে। পঞ্জাব মিডিয়াম লিকার ডেলিভারির অনুমতি নেই। এছাড়াও মদ কেনাবেচার উপর আছে নানারকম শর্ত।
এর আগেই পশ্চিমবঙ্গ সরকার শর্তসাপেক্ষে মদের হোম ডেলিভারিতে অনুমতি দিয়েছে। স্টেট বেভারেজেস কর্পোরেশন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। যেখান থেকে ২১ ঊর্ধ্ব ব্যক্তি মদ কিনতে পারবেন। দোকানে ভিড় কমাতেই এই সিদ্ধান্ত, মনে করছে ওয়াকিবহাল মহল।
ক্রেতারা মদ অর্ডার করতে পারবেন, https://excise.wb.gov.in/eRetail/Page/eRetail_Login.aspx থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement