দিকে দিকে বেড়েছে মাটির প্রদীপ ও মোমবাতি কেনার হিড়িক, চূড়ান্ত ব্যস্ততা হাওড়ার মোমবাতি কারিগরদের
ভারত-চিন সংঘাত থেকে করেনা পরিস্থিতি --- চিনা বাতির চাহিদা কমার প্রধান কারণ এই দুই ফ্যাক্টর
![দিকে দিকে বেড়েছে মাটির প্রদীপ ও মোমবাতি কেনার হিড়িক, চূড়ান্ত ব্যস্ততা হাওড়ার মোমবাতি কারিগরদের Howrah Candle manufacturers candle sale increase Chinese light sale decrease দিকে দিকে বেড়েছে মাটির প্রদীপ ও মোমবাতি কেনার হিড়িক, চূড়ান্ত ব্যস্ততা হাওড়ার মোমবাতি কারিগরদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/08210739/hwh-candel-making.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া: দীপাবলি মানেই আলোর উৎসব। আর এই আলোর উৎসবে চিনা লাইটের দিকেই সবার ঝোঁক থাকে বেশি।
কিন্তু ভারত-চিন সংঘাতের আবহ, করেনা পরিস্থিতি। বায়ুদূষণ কমাতে সব ধরেনের আতসবাজির উপর নিষেধাজ্ঞা হাইকোর্টের। যার জেরে বর্তমানে রাজ্যে কমেছে চিনা লাইটের কদর। বেড়েছে মাটির প্রদীপ ও মোমবাতি কেনার হিড়িক।
আর এতেই ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গেছে হাওড়ার বাগনানের বাঙ্গালপুরের মহিলা বিকাশ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের মোমবাতি তৈরির মহিলা কারিগরদের। মহিলা বিকাশ কো-অপারেটিভের কারিগর কাকলি কর বলেন, এই বছর মোমাবাতি তৈরির অর্ডার বেশি আসছে, আমরা খুশি।
মোমকে গলিয়ে বিভিন্ন ছাঁচে ফেলে লাল, সবুজ, হলদে নানা ধরনের না রঙের মোমবাতি তৈরি করা হচ্ছে। কো-অপারেটিভের আরেক কারিগর প্রত্যুষা বাড়ুই বলেন, কম দামে বিভিন্ন ধরনের মোমবাতি তৈরি করা হয়।
উৎপাদিত মোমবাতি হাওড়া ছাড়াও কলকাতা, হুগলি এবং মেদিনীপুরে বিক্রি করা হচ্ছে। কো-অপারেটিভের প্রধান বিপ্লব ঘোষ বলেন, এই বছরে বেশি আর্থিক লাভ হয়েছে। আরও বেশি করে মোমবাতি তৈরি করা হচ্ছে। আরও মহিলাদের স্বানির্ভর করাই আমাদের লক্ষ্য।
সারা বছরই মুড়ি,ধুপকাঠি, ফিনাইল,আচার তৈরি করে থাকেন স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা। কিন্তু বর্তমানে এই সময় একটু বেশি রোজগার তাদের মুখে অনেকটাই হাসি ফুটিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)