Hospital Roof Collapse : ভয়ঙ্কর বিপর্যয় ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের ছাদ, চাপা পড়লেন একাধিক
Hyderabad ESI Hospital : হায়দরাবাদের ESI হাসপাতালের জরুরি বিভাগে মেরামত চলাকালীন একটি কাঠামো ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটেছে।

হায়দরাবাদ : হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা। একেবারে ধসে পড়ল হাসপাতালের ছাদ। হায়দরাবাদের সানাতনগরে ইএসআই হাসপাতালের জরুরি বিভাগে ঘটে গেল বিপর্যয়। মেরামতির কাজের সময় একটি কাঠামো হঠাৎ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে মর্মান্তিক ভাবে চাপা পড়ে যান চার নির্মাণ শ্রমিক। প্রত্যেকের আঘাত গুরুতর। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ৫ জন শ্রমিক কাজ করছিলেন। ৪ জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মেরামতির কাজের জন্য লাগানো লোহার ফ্রেম এবং কংক্রিটের একটি বড় অংশ হঠাৎ করে ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতাল প্রশাসন এবং স্থানীয় পুলিশ তৎপর হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় সানাতনগর পুলিশ । হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিএইচএমসি)-র ডিজাস্টার রেসপন্স ফোর্স (ডিআরএফ) দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহত শ্রমিকদের ধ্বংসস্তূপ থেকে বের করে চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর।
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রাথমিক তদন্তে, খারাপ নির্মাণ সামগ্রীর ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। সেন্টারিং কাঠামো ভুলভাবে স্থাপন করার জন্যই এই দুর্ঘটনা।অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা আবারও একবার নির্মাণস্থলে নিরাপত্তা বিধি-নিষেধের অবহেলার দিকে আঙুল তুলে দিল।
লোহার ফ্রেম এবং কংক্রিট ভেঙে পড়ার কারণে দুর্ঘটনা
জরুরি বিভাগের মেরামতির সময় সেন্টারিং কাঠামো ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চার নির্মাণ শ্রমিক চাপা পড়ে যান। আহতদের গুরুতর আঘাত লেগেছে, দুর্ঘটনার সময় পাঁচ শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। লোহার ফ্রেম এবং কংক্রিটের বড় অংশ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। সানাতনগর পুলিশ এবং ডিআরএফ উদ্ধার অভিযান চালায়। আহত শ্রমিকদের ধ্বংসস্তূপ থেকে বের করে গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকরা সুস্থ হয়ে ওঠেন কিনা , সেটাই দেখার।






















