Ideas of India: 'পাকিস্তানের সৃষ্টি মানব ইতিহাসের অন্যতম ভুল', মত জাভেদ আখতারের
Ideas of India 2023: সম্প্রতি একটি অনুষ্ঠানে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়েই এমন কথা বলেন
মুম্বই: এবিপি নেটওয়ার্কের Ideas of India-এর দ্বিতীয় অধ্যায়ে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট গীতিকার ও লেখক জাভেদ আখতার। সেখানে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখার সময়েই পাকিস্তান-প্রসঙ্গ তুলে আনেন জাভেদ আখতার।
ঠিক কী বলেছেন তিনি?
সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছে, সেটাই তাঁর বক্তব্যে তুলে আনেন তিনি। তারপরে জাভেদ আখতার বলেন, 'মানুষের করা ভুলগুলি কী কী, তা নিয়ে যদি একটা বই লেখা হয়। তাহলে সেখানে পাকিস্তান তৈরির প্রসঙ্গও থাকবে। ওই কাজের কোনও যুক্তি ছিল না।' অর্থাৎ পাকিস্তানের সৃষ্টি মানব ইতিহাসে অন্যতম ভুল বলে মন্তব্য করেন তিনি।
জাভেদ আখতার জানান, পাকিস্তানে গিয়ে তাঁকে ভালভাবেই অভ্যর্থনা জানানো হয়েছিল। সেখানে এক মহিলার সঙ্গে তাঁর কথা হয়েছিল। তিনি জাভেদ আখতারকে বলেছিলেন যে তাঁকে পাকিস্তানে আপ্যায়ন করা হয়েছে, বোঝা হয়েছে। কিন্তু প্রতিটি পাকিস্তানি নাগরিককে ভারতে জঙ্গি হিসেবে দেখা হয়। সেই কথার বিরোধিতা করেন জাভেদ আখতার। জাভেদ জানান, তিনি তখন জানিয়েছিলেন যে পাকিস্তানের অনেক নাগরিক ভারতে এসেছেন, তাঁদের শ্রদ্ধার চোখেই দেখা হয়েছে।
ওই ব্যক্তির সঙ্গে কী কী কথা হয়েছে, তা পুরোটাই Ideas of India-এর মঞ্চ থেকে বলেন জাভেদ আখতার। তিনি পাকিস্তানের ওই নাগরিককে জানিয়েছিলেন যে ভারতের তরফে এমন কোনও কঠোর বিষয় নেই। পাকিস্তানে যে লতা মঙ্গেশকরের কোনও অনুষ্ঠান হয়নি সেটাও ওই ব্যক্তিকে জানান তিনি। তিনি বলেন, 'আমি ওঁকে বলেছি যে আমরা তোমাদের সবাইকে জঙ্গি ভাবি না। আমি মুম্বইয়ের বাসিন্দা। আপনারা জানেন আমাদের শহরে কী হয়েছিল। ওই লোকগুলো কিন্ত নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি।' অনুষ্ঠানে এই প্রসঙ্গের কথা বলার পরেই পাকিস্তানের সৃষ্টি নিয়ে ওই মন্তব্য করেন তিনি।
এবিপি নেটওয়ার্কের Ideas of India-এক দ্বিতীয় অধ্যায় ২ দিন ধরে হবে মুম্বইয়ে। ইউরোপ যখন যুদ্ধে বিধ্বস্ত তখন এনার্জি সেক্টরে ভয়াবহ ধাক্কা লেগেছে, সেই সময় ভারতীয় অর্থনীতি সেটাকে সামলেছে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো স্থানে এগোচ্ছে ভারত। ভারতের নয়া প্রজন্ম বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেওয়ার জন্য়ও তৈরি। এই প্রেক্ষাপটেই নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই ২দিনের অনুষ্ঠানে।
চলতি বছরের এবিপি Ideas of India-তে ৪০টি সেশন থাকবে এবং ৬০ জন বক্তা রয়েছেন। ভবিষ্যতে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এগোচ্ছে ভারত। সেইদিকে তাকিয়েই এই অনুষ্ঠানে মনোজ্ঞ এবং চিন্তাশীল আলোচনা করবেন বক্তারা।
আরও পড়ুন: "প্রধানমন্ত্রী আমাদের ঘুমাতে দেন না", কেন বললেন রেলমন্ত্রী ?