Ideas of India 2023 Live বিভিন্ন সিনেমা থেকে আমি শেখার চেষ্টা করি : সারা আলি খান
Ideas Of India Summit 2023: বিশ্বজুড়ে বিভিন্ন উত্থান-পতনের মধ্যে আইডিয়াজ অফ ইন্ডিয়ার দ্বিতীয় এডিশন হতে চলেছে এই বছর।
LIVE

Background
Ideas Of India Live : কলেজের দিনগুলোতে যা করতাম, তা আবার করতে চাই : আয়ূষ্মান খুরানা
কেন তিনি বেছে নেন ভিন্ন ধরনের রোল ? এবিপি নেটওয়ার্কের 'Ideas Of India'-র মঞ্চে খোলসা করলেন আয়ূষ্মান খুরানা। তিনি জানান, ' নিজস্ব ঘরানা ছাড়তে পারব না'। আয়ূষ্মান আরও বলেন, "জীবনটা আরও উপভোগ করতে চাই। কলেজের দিনগুলোতে যা করতাম, তা আবার করতে চাই।"
Ideas of India 2023 Live : "ভারতকে এক নম্বর দেশ হিসেবে দেখতে চাই," বললেন কেজরিওয়াল
"ভারতকে এক নম্বর দেশ হিসেবে দেখতে চাই।" বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Ideas Of India Live : বিভিন্ন সিনেমা থেকে আমি শেখার চেষ্টা করি : সারা আলি খান
নিজের কেরিয়ার নিয়ে কথা বলছেন অভিনেত্রী সারা আলি খান। তিনি বলেন, "বিভিন্ন সিনেমা থেকে আমি শেখার চেষ্টা করি।"
Ideas of India 2023 Live : "ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলব", বিতর্ক-প্রসঙ্গে খান স্যার
"আমি একজন শিক্ষক। তাই, ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলব।" বিতর্ক নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন খান স্যার।
Ideas Of India Live : মানবজাতির প্রতি আমার কিছু আবদান থাকা উচিত : জাভেদ আখতার
"আমি একজন মানুষ হয়ে জন্মেছি। তাই মানবজাতির প্রতি আমার কিছু আবদান থাকা উচিত।" সংবেদনশীল বিষয়ে আওয়াজ তোলা নিয়ে এই মন্তব্য করলেন জাভেদ আখতার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
