এক্সপ্লোর
‘বিরাট প্ররোচনা’ সত্ত্বেও সংযম দেখাচ্ছে, কিন্তু আক্রান্ত হলে মোক্ষম জবাব দেবে ভারত, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি বেঙ্কাইয়ার
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে তীব্র সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এই প্রেক্ষাপটেই উপরাষ্ট্রপতি পাকিস্তানকে টার্গেট করলেন।

নয়াদিল্লি: ভারত ‘বিরাট প্ররোচনা’ সত্ত্বেও সংযম দেখাচ্ছে, কিন্তু আক্রান্ত হলে আগ্রাসনকারীকে এমন জবাব দেবে যা তারা ভুলতে পারবে না। নাম না করে পাকিস্তানকে এই হুঁশিয়ারি দিলেন বেঙ্কাইয়া নাইডু। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে তীব্র সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এই প্রেক্ষাপটেই উপরাষ্ট্রপতি পাকিস্তানকে টার্গেট করলেন। রাষ্ট্রপতি হিসাবে রামনাথ কোবিন্দের দ্বিতীয় বছর দেওয়া ৯৫টি ভাষণের একটি সংকলন প্রকাশ করে শুক্রবার উপরাষ্ট্রপতি কোনও দেশের নাম না করেই বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মারাত্মক উসকানি সত্ত্বেও আমরা কিছুই করছি না। কিন্তু কেউ হামলা করলে আমরা তাদের এমন জবাব দেব, যা তারা বাকি জীবনে ভুলতে পারবে না। প্ররোচনাদাতারা সমেত সকলেই যেন এর অর্থ বুঝে নেয়, এমন মন্তব্যও করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















