কৃষকদের দাবি না মিটলে ‘শেষবারের মতো’ অনশন আন্দোলন, হুঁশিয়ারি অন্নার
৩টি কৃষি আইন প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবিতে পথে নেমেছেন হাজার হাজার কৃষক। সমস্যা সমাধানে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফের আগামীকাল বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লি: কৃষি আইন নিয়ে কৃষকদের দাবি না মিটলে আন্দোলনে নামার হুঙ্কার দিলেন সমাজকর্মী অন্না হাজারে। সোমবার হাজারে বলেন, কৃষকদের সমর্থনে মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগাও সিদ্ধি গ্রামে অনশন করবেন তিনি৷ দাবি না মানা হলে আগামী মাসেই আন্দোলনে বসবেন তিনি। গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারকে তিনি চিঠিও দিয়েছেন বছর ৮৩-র সমাজকর্মী। এবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। জীবনে শেষবারের মতো অনশনে বসবেন বলেও জানিয়েছেন অন্না, খবর সূত্রের।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠিতে অন্না লেখেন, এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। তা না হলে সহ তাঁর দাবি পূরণ না করে তাহলে তিনি ফের অনশন শুরু করবেন৷ তাঁর মতে, কেন্দ্র এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ মানলেই কৃষকদের আত্মহত্যা বন্ধ হবে৷ অন্নার দাবি, শাকসবজি, ফল ও দুধের ন্যূনতম সহায়তা মূল্য নির্ধারণ করতে হবে৷
৩টি কৃষি আইন প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবিতে পথে নেমেছেন হাজার হাজার কৃষক। সমস্যা সমাধানে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফের আগামীকাল বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। দুপুর ২ টো'র সময় দিল্লির বিজ্ঞান ভবনে আন্দোলনরত ৪০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা সরকারের সঙ্গে আলোচনায় বসবে৷ কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল বলেন, "সরকার খোলা মনে ও স্পষ্ট লক্ষ্যে তাঁদের কথা শুনতে চায়। একইসঙ্গে যুক্তি দিয়ে সমস্যা সমাধান করতে চায়।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে দিল্লির বুকে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের দাবি, কেন্দ্রের তৈরি ৩ কৃষি আইন বাতিল করতে হবে। কৃষকদের দাবি ৩ আইন প্রত্যাহার করতে হবে, অথবা সংশোধন করতে হবে। এর আগে ৫ দফায় বৈঠক হয় কেন্দ্রের সঙ্গে। কেন্দ্রের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছেন কৃষকরা। কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে বলেও প্রস্তাব দেয় কেন্দ্র। বৈঠকে বসেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাতেও অনমনীয় কৃষকরা।