(Source: ECI/ABP News/ABP Majha)
প্রথমবার, ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটকে 'বিভ্রান্তিকর' তকমা দিল ট্যুইটার
একটি নীল রঙের বিষ্ময়সূচক চিহ্ন দিয়ে ট্রাম্পের এই ট্যুইটের পাশে সতর্কতা জারি করে নোটিফিকেশনে দেয় ট্যুইটার।
ওয়াশিংটন: প্রথমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ট্যুইটকে 'ফ্যাক্ট চেক লেবেল' দিয়েছে ট্যুইটার।
সম্প্রতি, পোস্টাল ব্যালটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, মেল-ইন ব্যালট (পোস্টাল) জালিয়াতির চেয়ে কোনও অংশে কম, তার সম্ভাবনা একেবারে নেই (শূন্য)।
There is NO WAY (ZERO!) that Mail-In Ballots will be anything less than substantially fraudulent. Mail boxes will be robbed, ballots will be forged & even illegally printed out & fraudulently signed. The Governor of California is sending Ballots to millions of people, anyone.....
— Donald J. Trump (@realDonaldTrump) May 26, 2020
বিভ্রান্তিমূলক তথ্য সংক্রান্ত নতুন নীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের এই ট্যুইটে সতর্কতা লেবেল সাঁটিয়ে দেয় মাইক্রো ব্লগিং সাইটটি। একইসঙ্গে, ট্যুইটারাটিদের জন্য এই মর্মে একটি বার্তাও দেওয়া হয়।
একটি নীল রঙের বিষ্ময়সূচক চিহ্ন দিয়ে ট্রাম্পের এই ট্যুইটের পাশে সতর্কতা জারি করে নোটিফিকেশনে দেয় ট্যুইটার। সেখানে পাঠকদের উদ্দেশ্যে বলা হয়, মেল-ইন ব্যালট সম্পর্কে একবার তথ্য যাচাই করে নেবেন।
এর প্রেক্ষিতে ফের পাল্টা ট্যুইট করেন ট্রাম্প। দাবি করেন, সোশ্যাল মিডিয়ার এই সংস্থাটি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। আর আমি প্রেসিডেন্ট হয়ে তা হতে দেব না। তিনি ট্যুইটারের বিরুদ্ধে ২০২০ প্রেসিডেনশিয়াল নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগও তোলেন।
....Twitter is completely stifling FREE SPEECH, and I, as President, will not allow it to happen!
— Donald J. Trump (@realDonaldTrump) May 26, 2020