Cricket Test Match: দেখুন তালিকা-যে টেস্টগুলির নিষ্পত্তি হয়েছে দু’দিনে
আমেদাবাদে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ভারত ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। মোতেরায় তৃতীয় টেস্ট দুই দিনেই শেষ হয়ে গেল। প্রথম দিনে ১৩ উইকেট পড়েছিল। দ্বিতীয় দিনে পড়ল ১৭ উইকেট। তাই ম্যাচ পুরো দুদিনও গড়াল না। তার আগেই ১০ উইকেটে ইংল্যান্ডকে হারাল ভারত।
আমেদাবাদ: আমেদাবাদে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ভারত ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। মোতেরায় তৃতীয় টেস্ট দুই দিনেই শেষ হয়ে গেল। প্রথম দিনে ১৩ উইকেট পড়েছিল। দ্বিতীয় দিনে পড়ল ১৭ উইকেট। তাই ম্যাচ পুরো দুদিনও গড়াল না। তার আগেই ১০ উইকেটে ইংল্যান্ডকে হারাল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১১২ রানে অলআউট হয়ে গিয়েছিল। ভারতের ইনিংসও ইংল্যান্ডের স্পিনারদের সামনে ১৪৫ রানে গুটিয়ে যায়। ভারত ৩৩ রানের লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত জয়ের জন্য ৪৯ রানের লক্ষ্য কোনও উইকেট না হারিয়েই অর্জন করে।
এখন দেখে নেওয়া যাক, এর আগে যে টেস্ট ম্যাচগুলি ফলাফল সহ দুদিনেই শেষ হয়েছে-
১) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-ওভাল-১৮৮২, ২৮ অগাস্ট-জয়ী অস্ট্রেলিয়া
২) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া- লর্ডস- ১৮৮৮, ১৬ জুলাই- জয়ী অস্ট্রেলিয়া
৩) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-ওভাল-১৮৮৮, ১৩ অগাস্ট-জয়ী ইংল্যান্ড
৪) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-ম্যাঞ্চেস্টার-১৮৮৮, ৩০ অগাস্ট, জয়ী ইংল্যান্ড
৫) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড- পোর্ট এলিজাবেথ -১৮৮৯, ১২ মার্চ- জয়ী ইংল্যান্ড
৬) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড- কেপটাউন- ১৮৮৯,২৫ মার্চ-জয়ী ইংল্যান্ড
৭) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-দ্য ওভাল- ১৮৯০,১১ অগাস্ট-জয়ী ইংল্যান্ড
৮) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড- পোর্ট এলিজাবেথ- ১৮৯৬, ১৩ ফেব্রুয়ারি- জয়ী ইংল্যান্ড
৯) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড- কেপ টাউন-১৮৯৬,২১ মার্চ- জয়ী ইংল্যান্ড
১০) অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা-ম্যাঞ্চেস্টার-১৯১২,২৭ মে-জয়ী অস্ট্রেলিয়া
১১) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড- দ্য ওভাল- ১৯১২, ১২ অগাস্ট-জয়ী ইংল্যান্ড
১২) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-দ্য ওভাল-১২ অগাস্ট, ১৯১২-জয়ী অস্ট্রেলিয়া
১৩) অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ- মেলবোর্ন- ১৩ ফেব্রুয়ারি, ১৯৩১- জয়ী অস্ট্রেলিয়া
১৪) দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া-জোহানেসবার্গ-১৫ ফেব্রুয়ারি, ১৯৩৬- জয়ী অস্ট্রেলিয়া
১৫) নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-ওয়েলিংটন, ২৯ মার্চ, ১৯৪৬-জয়ী অস্ট্রেলিয়া
১৬)ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ-লিডস- ১৭ অগাস্ট, ২০০০-জয়ী ইংল্যান্ড
১৭) অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান- শারজা- ১১ অক্টোবর, ২০০২-জয়ী অস্ট্রেলিয়া
১৮) দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে-কেপটাউন- ৪ মার্চ, ২০০৫-জয়ী দক্ষিণ আফ্রিকা
১৯) জিম্বাবোয়ে বনাম নিউজিল্যান্ড-হারারে-৭ অগাস্ট ২০০৫-জয়ী নিউজিল্যান্ড
২০) দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে-পোর্ট এলিজাবেথ-২৬ ডিসেম্বর, ২০১৭-জয়ী দক্ষিণ আফ্রিকা
২১) ভারত বনাম আফগানিস্তান-ব্যাঙ্গালোর-১৪ জুন, ২০১৮- জয়ী ভারত